Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ফেইসবুকে বন্ধুতার অনুরোধের তথ্য

Tuesday, September 28, 2010


ফেইসবুকে বন্ধুতার অনুরোধ পাঠানোর পর সেই ব্যক্তি অনুরোধ গ্রহণ করলে তা নোটিফিকেশন আকারে দেখানো হয়। তবে কোনো অনুরোধ পেন্ডিং (কোনো উত্তর না আসা) অবস্থায় থাকলে তার জন্য কোনো নোটিফিকেশন দেওয়া হয় না। তবে অ্যাকাউন্টস সেটিংস থেকে আগে পাঠানো বন্ধুতার অনুরোধের তথ্য জানা সম্ভব। এ জন্য ফেইসবুকে লগ-ইন করুন। এবার Accounts->Edit Friends-এ যান। এবার নিচ থেকে Friends নির্বাচন করুন। যেসব ফেইসবুক ব্যবহারকারী আপনার বন্ধুতার অনুরোধের কোনো উত্তর দেয়নি তাদের নামের নিচে Friend Request Pending লেখা বার্তা পাবেন।

0 comments:

Post a Comment