Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ফেইসবুক স্ট্যাটাস লুকানো

Tuesday, September 28, 2010



ফেইসবুকে স্ট্যাটাস আপডেট করলে তা সব ফেইসবুক বন্ধুই দেখতে পারে। তবে কাস্টমাইজ করে স্ট্যাটাস আপডেট করলে নির্দিষ্ট কিছু বন্ধুর কাছ থেকে আপনার স্ট্যাটাস লুকাতে পারেন। এ জন্য ফেইসবুকে স্ট্যাটাস লেখার পর স্ট্যাটাস বক্সের নিচে ডানপাশে তালা চিহ্নিত বক্সে ক্লিক করুন। এবার Customize ক্লিক করুন। নিচের Hide this from লেখা বক্সে যে বন্ধুর কাছ থেকে স্ট্যাটাস লুকাতে চান তার নাম টাইপ করুন। সাজেশন হিসেবে কিছু নাম আসবে, সেখান থেকে আপনার বন্ধুর নাম নির্বাচন করুন। এবার Save Settings ক্লিক করে স্ট্যাটাস আপডেট করুন।

0 comments:

Post a Comment