Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

Tuesday, September 28, 2010

সিডির অটোপ্লে বন্ধ করা
কম্পিউটারে সিডির ট্রেতে সিডি ঢোকানোর পর তা স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়। সিডির এই অটোপ্লে অপশনটা বন্ধ করা সম্ভব। এ জন্য start->run-এ গিয়ে gpedit.msc লিখে enter চাপুন। group policy নামে একটা পৃষ্ঠা খুলবে। পৃষ্ঠার বাঁ থেকে Computer Configuration > Administrative Templates > System নির্বাচন করতে হবে। ডান দিকে অনেক অপশন আসবে। সেখান থেকে Turn off Autoplay-এর ওপরে ডাবল ক্লিক করলে Turn off Autoplay Properties খুলবে। এখান থেকে Enable ক্লিক করে Turn off Autoplay On থেকে CD-ROM Drives সিলেক্ট করে Ok করুন।

0 comments:

Post a Comment