Techtunes Tips
এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।
মজিলা ফায়ারফক্স কোনো সাইট ভিজিট করতে লোকেশন-বারে সাধারণত ১২টি ওয়েবসাইটের ঠিকানা সাজেশন হিসেবে প্রদর্শন করে। সাজেশনের সংখ্যা পরিবর্তন করতে অ্যাড্রেস বার-এ about:config লিখে এন্টার চাপুন। এবার "I'll be carefull, I promise!" লেখা বাটনটি ক্লিক করতে হবে। এবার খালি বঙ্ gbrowser.urlbar.maxRichResults লিখলে নিচে একই লেখার একটি একটি অপশন আসবে। সেখানে ডাবল ক্লিক করে যতগুলো ঠিকানা সাজেশন হিসেবে দেখতে চান সেটি লিখুন। সাজেশন বন্ধ করতে চাইলে -১ লিখতে হবে।
0 comments:
Post a Comment