Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

টাস্কবারে থাম্বনেইলের গতি বাড়ানো

Sunday, November 21, 2010


উইন্ডোজ সেভেনের টাস্কবারের ওপর মাউস রাখলে সব কাজের থাম্বনেইল (ছোট ছবি বা স্ক্রিনশট) দেখা যায়। কিন্তু এ থাম্বনেইল প্রদর্শন প্রক্রিয়া অনেক ধীরগতির। থাম্বনেইল প্রদর্শনের গতি বাড়ানোর জন্য Start মেন্যুতে গিয়ে regedit লিখে Registry Editor-এ প্রবেশ করুন। সেখান থেকে HKEY_CURRENT_USERControl PanelMouse-এ যান। এবার MouseHoverTime-এ ডাবল ক্লিক করুন। সেখানে এর ভ্যালু ৪০০-এর পরিবর্তে 0 করে দিন।

0 comments:

Post a Comment