Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

গ্রাফের মাধ্যমে ড্রাইভের যায়গা দেখুন

Friday, December 31, 2010

 হার্ড ডিক্স ড্রাইভের যায়গা কি কাজে ব্যবহৃত হচ্ছে সব কিছু গ্রাফ আকারে দেখা যাবে ওভারডিক্স সফটওয়্যার দ্বারা। ড্রাইভের মোট ফাইল, ফোল্ডার, ক্লাস্টার সব কিছুর গ্রাফের মাধ্যমে দেখা যাবে। রুট থেকে ফোল্ডার সাব ফোল্ডার সাইট আলাদা আলাদা ভাবে দেখা যাবে, এছাড়াও মাউস ক্লিকের মাধ্যমে তা উপস্থাপন করা যাবে। কমান্ডের মাধ্যমে উক্ত ফোল্ডার খোলাও যাবে। ৫০৩ কিলোবাইটের ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি http://users.forthnet.gr/pat/efotinis/programs/overdisk.html থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে ড্রাইভ নির্বাচন করুন তাহলে উক্ত ড্রাইভের সামগ্রিক চিত্র দেখাবে। এপরে প্রযোজনমত অনান্য তথ্য পেতে পারেন।
 
JOIN WITH ME IN FACEBOOK

0 comments:

Post a Comment