Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

গুগল ডক্সে ডকুমেন্ট ফাইল দেখা

Friday, December 31, 2010


 অনলাইনের পিডিএফ, ওয়ার্ড, TIFF, পাওয়ার পয়েন্ট ফাইল দেখতে হলে সাধারণত তা ডাউনলোড করে দেখার উপযোগী কোন সফটওয়্যারে দেখতে হয়। তবে কোন সফটওয়্যার ছাড়াও অনলাইন থেকে এসব ফাইল সরাসরি দেখা যায়। সমপ্রতি গুগল ডক্স সুবিধা উম্মোচন করেছে। এজন্য www.docs.google.com/viewer সাইটে গিয়ে Enter a document URL below to generate a link to view it উক্ত ডকুমেন্ট এর ওয়েব লিংক দিন এবং Generate Link বাটনে ক্লিক করুন। তাহলে লিংক তৈরী হবে, এখানে To view now, click here ক্লিক করলে নতুন উইন্ডোতে গুগল ডক্সে ফাইলটি দেখাবে।
এছাড়াও লিংক তৈরী হলে সেখানে ইমেইলের উপযোগী, এইচটিএমএল এর উপযোগী এবং এ্যমবেডেড ভিউয়ার এর এইচটিএমএল সংকেত আসবে। যা ব্যবহার করে সরাসরি গুগল ডক্সে ফাইল দেখা যাবে। আর সরাসরি নিজে কোন লিংক তৈরী করতে চাইলে http://docs.google.com/viewer?url= এর পরে ডকুমেন্টের লিংকটি দিয়ে ব্যবহার করতে পারেন। এজন্য গুগলে কোন অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই তবে অ্যাকাউন্টে লগইন থাকলে গুগল ভিউয়ারে দেখা ডকুমেন্টটি গুগল ডক্সে সেভ করে রাখা যাবে

0 comments:

Post a Comment