আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই। আমার দেখা অধিকাংশ ব্লগাররা চায় যেন তার ব্লগ সাইটে ভিজিটর প্রবেশ করে। কিন্তু যারা নতুন ব্লগার তারা এটা জানতে পারেনা যে আজকে তার ব্লগে কতজন ভিজিটর এসেছে। তাদের জন্য মূলত এই পোষ্টটি দরকারী। মূলত এটি হলো একটি গ্যাজাড।
প্রথমে দেখে নিন এটি দেখতে কেমনঃ
প্রথমে দেখে নিন এটি দেখতে কেমনঃ
এই গ্যাজেড এর সুবিধাগুলো হলোঃ
১. আপনার ওয়েব সাইটের ভিজিটরের সংখ্যা দেখতে পারবেন।
২. আপনার ওয়েব সাইটটি কতটা প্রপুলার হয়েছে তা দেখতে পারবেন।
এবং
৩. আপনার ওয়েব সাইটের ট্রাফিকের সংখ্যা দেখতে পারবেন।
যেভাবে আপনার ব্লগে গ্যাজেডটি সংযুক্ত করবেনঃ
প্রথমে http://www.plugin.ws/ এই ওয়েব সাইটে যান
১. একটি ফরম আসবে। ফরমটি পুরণ করে সাইন আপ বাটনে ক্লীক করুন।
২. ফলে একটি এইচ,টি,এম,এল কোড পাবেন।
৩. কোডটি কপি করুন
৪. ব্লগারের লেআউট থেকে একটি এইচটিএমএল গ্যাজেড নিন।
৫. সেখানে কোডটি পেষ্ট করে দিন।
৬. আপনার ব্লগের লেআউটটি সেভ করুন।
৭. এবার আপনার ব্লগে যান দেখবেন যেখানে আপনি কোডটি দিয়েছিলেন সেখানে আপনি ভিজিটরের সংখ্যা এবং ট্রাফিকের সংখ্যা দেখতে পারবেন।
যদি এই পোষ্টটি কারো উপকারে আসে এবং ভাল লাগে বা কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করতে ভুলবেন না যেন।



0 comments:
Post a Comment