Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

দেখে নিন ফাইলের ঠিকানা

Friday, December 31, 2010


আমরা যখন ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করি তখন টাইটেলবারে উক্ত ফাইলের ঠিকানা দেখা যায় না যা যেমনটি দেখা যায় কোন ফোল্ডার বা ড্রাইভে। তবে আপনি চলন্ত ফাইলের ঠিকানা মেনুবারে (অন্য যেকোন বাবে) দেখতে পারেন। এজন্য টুলস মেনু থেকে Customize ক্লিক করুন। এবার Commands ট্যাব থেকে Categories list এর Web নির্বাচন করুন। এরপরে ডানের Commands থেকে Address ড্রাগ করে মেনুবারের ডানে রাখুন এবং Customize বন্ধ করুন। এবার দেখুন উক্ত এড্রেস বক্সে আপনার চলন্ত ফাইলের ঠিকানা দেখা যাচ্ছে। এটি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সকল ক্ষেত্রে প্রযোজ্য। তবে মজার বিষয় হচ্ছে এই এড্রেস বক্সে আপনি কোন ওয়েব সাইটের ঠিকানা লিখে এন্টার করলে ডিফল্ট ওয়েব ব্রাউজারে তা খুলবে। বা কোন ড্রাইভের নাম লিখে এন্টার করলেও তা এক্সপ্লোরে খুলবে

0 comments:

Post a Comment