Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

হিসাব টা হয়ে যাক একদম গোপনে…

Monday, January 10, 2011

আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব।  আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল ব্লগের Counter নিয়ে । আমরা যাদের নিজস্ব ব্লগ আছে তার প্রায়ই জানতে চেস্টা করি আমার ব্লগে কোন তারিখে কত জন ভিজিটর এসেছে, কোন দেশের ভিজিটর এসেছে, কোন পোস্ট দেখেছে, কি ডাউনলোড় করেছে, কিনবা কত সময় ছিল, কোন পোষ্ট টা বেশী ব্যাবহার হয়েছে, কোন কোন আই,পি এ্যাড্রেস থেকে ভিজিটর এসেছে, কোন অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হয়েছে, কোন ব্যাউজার ব্যাবহার করা হয়েছে ইত্যাদি, ইত্যাদি। এখানের কিছু তথ্য Blog এর Dashboar এর Stats থেকে পাওয়া যায়। কিন্তু সব গুলো তথ্য পাওয়া যায় না। এর জন্য একটি সাইট আছে যারা এ সব  তথ্য প্রদান করে থাকে ।
এটি আসলে একটি Hidden visitor Counter System.
প্রথমে রেজিষ্টেশনের জন্য  http://www.statcounter.com সাইটে প্রবেশ করেন। এবং এই সাইটে রেজিষ্টেশন করার জন্য Register Button  এ ক্লিক করে নিচের পদ্ধিতি অনুসরণ করুন।
১. তার পর user name , Email, Password, Confirm Password এ প্রযোজনীয় তথ্য দিয়ে Register My Account Button এ ক্লিক করে নিচের পদ্ধিতি অনুসরণ করুন।
1 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
২. তার পর আপনার Time Zone সিলেক্ট করুন।
2 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
৩. তারপর Website Title এ আপনার Web Site  এর টাইটেল নাম লিখুন, আপনার Website Address লিখুন এবং তার পর আপনার Web Site Category সিলেক্ট করুন এবং Next বাটনে ক্লিক করুন।
3 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
৪. তারপর পরের পাতায় Configure & Install Code বাটনে ক্লিক করে অপেক্ষা করুন।
4 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
৫.এই পেইজে আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি কি ধরণের ভিজিটর কাউন্টার ব্যাবহার করতে চান । এখানে আমি hidden Counter ব্যাবহার করতে, আপনি চাইলে আপনি Visible Counter  কিনবা  Counter Button ব্যাবহার করতে পারেন। আপনি যে ধরণের Counter ব্যাবহার করতে চান যেটি সিলেক্ট করে NEXT বাটনে ক্লিক করুন।
5 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
. এবার আপনি আপনার Blogging  Platfrom সিলেক্ট করুন, এতে বলা হচ্ছে আপনি কি ধরেণর Platfrom ব্যাবহার করেন e.g. Blogger, WordPress, Drupel, etc তবে Statcounter সব platforms এ কাজ করে।
6 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
৭. এবার আপনি আপনার Sratcounter Code  পাবেন । এটি একটি জাবা কোড়, কোড় টি কপি করুন।
7 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
. এবার আমি এই কোড়টি আমার ব্লগে বসাবো, আর জন্য প্রথমে www.draft.blogger.com এ লগিন করুন, আপনার ইমেল আই,ডি ও পাসওয়ার্ড দিয়ে আপনার Blog এর Dashboard এ লগিন করুন। তারপর এখান থেকে আপনি আপনার যে ব্লগে আপনি হিডেন কাউন্টার বসাবেন
তার Layout সিলেক্ট করুন।এবং Layout থেকে Page Element অপসনে যান।
8 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
৯. এখান থেকে Add a Gadget link এ ক্লিক করুন।
9 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
১০. এবার এখান থেকে Html/Java Script Gadget টি সিলেক্ট করুন।
10 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
এবার এখানে আপনার পূর্বের কপি করা Statcounter কোড টি Paste করুন এবং Title এ এর একটি নাম লিখুন।
11 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
এবার Save বাটনে ক্লিক করার সাথে সাথে এটি আপনার ব্লগে যোগ হয়ে যাবে। .
এর পর থেকে আপনার Blog এর Visitor Count শুরু হয়ে যাবে।

আপনার ব্লগের Details Status দেখবেন কিভাবে:

এবার আপনি Statcounter Dashboard (Statcounter Dashboard) এ লগিন করুন এবং User name এবং password দিয়ে লগিন করুন। এবং দেখুন আপনার সাইটে কত জন লোক প্রবেশ করেছে । এবং তার সাথে আরো অনেক প্রযোজনীয় তথ্য দেখতে পারবেন।
12 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
তারপর আপনার Project name এ ক্লিক করে  আপনার সাইটে  detailed stats report দেখতে পারবেন।.
13 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
তা ছাড়াও বামদিকে statistics এ বিভিন্ন অপশন ব্যাবহার করে আপনার সাইটে বিভিন্ন গুরুত্বপূর্ণ Statistics পাবেন।
14 হিসাব টা হয়ে যাক একদম গোপনে... | Techtunes
টিউনটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। কারো সাথে অনিচ্ছাকৃত মিলে গেলে ক্ষমাপ্রাথী

0 comments:

Post a Comment