Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ফায়ারফক্স হ্যাং সমস্যার সমাধান

Wednesday, January 12, 2011

মজিলা ফায়ারফক্স ব্যাবহারকারিরা মাঝে মাঝে যে সমস্যা সম্মুখিন হয়ে থাকেন তা হল কোন কিছু ডাউনলোড করতে নিলে বা সেইভ করতে নিলে বারংবার হ্যাং করছে , এক্ষেত্রে সেটা হতে পারে ইমেজ, ওয়েবপেইজ বা এই টাইপের যেকোন ডেটা। তো আজকে আমরা এর সমাধান নিয়েই আলোচনা করবো।
হ্যাং এর সমাধান আমরা দুই ভাবে করতে পারি।  হিষ্টোরি ক্লিন করে বা ডাউনলোড লোকেশান পরিবর্তন করে।
*** ডাউনলোড হিষ্টোরি ক্লিনিং :
1. মেনু বার থেকে Tools >> Downloads.ডাউনলোড লিষ্ট খুলুন।
2. Clear List ক্লিক করে ডাউনলোডেড লিষ্ট ক্লিয়ার করুন।
৩. ব্যাস, এবার সেম্পল ফাইল নামিয়ে চেক করে দেখুন
আর প্রথম পদ্ধতিতে কাজ না হলে ২য় পদ্ধতি দেখুন
*** ডাউনলোড ফোল্ডার পরিবর্তন:
1. মেনু বার থেকে Tools >> Options এ যান
2. General ট্যাবে যান, তারপর Downloads >> Save files to >> Browse বাটনে ক্লিক করুন.
3. নতুন লোকেশান দেখিয়ে দেন.
ব্যাস এবার নির্ভেজাল ভাবে ডাউনলোড করুন ফায়ারফক্স থেকে
তথ্যসূত্রঃ ComputronicsBD

0 comments:

Post a Comment