Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ছবির মাঝে মেসেজ রাখা

Tuesday, January 4, 2011

তথ্য লুকিয়ে রাখার জন্য একটি ছবির মাঝে মেসেজ (মেসেজ/টেক্সট/লেখা) লুকিয়ে রাখা যায় ইমেজ হাইড সফটওয়্যারের সাহায্যে। এ জন্য www.dancemammal.com/downloads/ImageHide.zip ওয়েবসাইট থেকে ইমেজ হাইড ২.০ (ImageHide 2.0) সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে চালু করুন। এবার খড়ধফ ওসধমব বাটনে ক্লিক করে ছবিটি ওপেন করুন এবং নিচের প্যানেলে আপনার টেক্সট লিখুন (কপি করে এনে পেস্ট করতে পারেন)। লেখা শেষে Write Data বাটনে ক্লিক করুন এবং Save Image বাটনে ক্লিক করে ছবিটি সেভ করুন। এরপর আপনার লুকানো টেক্সট/লেখা দেখতে হলে ছবিটি ইমেজ হাইডে ওপেন করুন এবং Read Data বাটনে ক্লিক করুন।
আপনি চাইলে আপনার টেক্সট/লেখা ইনক্রিপ্ট করে রাখতে পারেন ফলে অন্য কেউ পাসওয়ার্ড ছাড়া দেখতে পারবে না। এ জন্য ছবি ওপেন করে মেসেজ লিখুন। এবার Encrypt বাটনে ক্লিক করে ইনক্রিপ্ট উইন্ডো থেকে আবারও Encrypt বাটনে এবং পাসওয়ার্ড লিখে Ok এবং ঈষড়ংব করুন। এবার আগের মতো Write Data বাটনে ক্লিক করুন এবং ঝধাব ওসধমব বাটনে ক্লিক করে ছবিটি সেভ করুন। পরবর্তী সময়ে অন্য কেউ ইমেজ হাইড সফটওয়্যারে এই ছবিটি খুললেও আপনার ইনক্রিপ্ট করা মেসেজ দেখে বুঝতে পারবে না।
আপনি আগের মেসেজ দেখতে চাইলে ডিক্রিপ্ট করতে হবে এ জন্য ছবি ওপেন করে Read Data বাটনে ক্লিক করুন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে ইনক্রিপ্ট উইন্ডো আসবে, এখানে হিজিবিজি লেখা দেখা যাবে বা বোধগম্য নয়। লেখাটি আগের মতো দেখতে Decrypt বাটনে ক্লিক করুন এবং পাসওয়ার্ড লিখে করুন Ok। তাহলে আগের লেখা দেখা যাবে।

0 comments:

Post a Comment