Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

উইন্ডোজ এক্সপ্লোয়ারে দ্রুতগতিতে আপডেট ভিউ করা

Tuesday, January 18, 2011

এ কাজটি করার জন্য আপনাকে প্রথমে Start>Run-এ ক্লিক করে regedit টাইপ করে এন্টার চাপতে হবে। এর ফলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে। রেজিস্ট্রি এডিটরে নিচে বর্ণিত রেজিস্ট্রি কী HKEY_LOCAL_MACHINE\ SYSTEM\CurrentControlSet\Control\Update-এ নেভিগেট করুন।

* এবার ডান দিকের প্যানে UpdateMode এন্ট্রি ওপেন করুন ডিফল্ট ভ্যালু ‘1’ সহযোগে ডবল ক্লিক করুন।

* এবার Edit DWORD-Value ডায়ালগে ওভাররাইট করুন ভ্যালুকে ‘0’ দিয়ে।

* Ok করে পরিবর্তনকে নিশ্চিত করুন এবং রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন File>Exit-এ ক্লিক করে সিস্টেম রিস্টার্ট করুন।

* এর ফলে পরিবর্তনসমূহ অপারেটিং সিস্টেমে এক্সসেলারেট হবে ভিউ আপডেটের মাধ্যমে উইন্ডোজ এক্সপ্লেvরার হতে।

0 comments:

Post a Comment