Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

সিডি/ডিভিডি রাইট করা

Monday, January 24, 2011

এখন নিরো ব্যবহার করে কম্পিউটার থেকে সিডি/ভিভিডি’তে বা সিডি থেকে সিডি বা ডিভিডি থেকে ডিভিডি তৈরি করার প্রক্রিয়া দেখা যাক:
কম্পিউটার থেকে সিডি/ডিভিডিতে ডাটা কপি করা-

১. সিডি/ডিভিডি রাইটারে ব্ল্যাঙ্ক সিডি/ ডিভিডি রাখুন।
২.ডেস্কটপ থেকে নিরো চালু করুন। প্রোগ্রাম আসবে।
৩. বাম দিকের স্টার আইকনে কার্সর আনুন এবং মেক ডাটা ডিস্ক অপশনে ক্লিক করুন।
৪. ফাইল সিলেক্ট করার অপশন আসলে এড বাটনে ক্লিক করুন।
৫. এখন নির্দিষ্ট ফোল্ডার থেকে ফাইল সিলেক্ট করে এড বাটনে ক্লিক করুন। সমস্ত ফাইল সিলেক্ট করা হলে ফিনিশড বাটনে ক্লিক করুন।
৬. এড উইন্ডোতে সিলেক্ট করা ফাইলগুলো পাওয়া যাবে। নেক্সট বাটনে ক্লিক করুন।
৭. এখন ডাইসের একটি নাম দিন এবং রাইটিং স্পিড কত হবে সেটি সিলেক্ট করে বার্ন বাটনে ক্লিক করুন। এখন বার্নিং প্রসেস শুরু হবে এবং প্রোগ্রেস বার দেখাবে।
৮. বার্ন প্রসেস শেষ হলে এক্সিট বাটনে ক্লিক করুন।
৯. সিডি বা ডিভিডি কপি করতে হলে প্রথমেই কপি ডিস্ক অপশন সিলেক্ট করুন।
১০. কপির জন্য ইউজার্ড আসবে। বার্ন বাটনে ক্লিক করুন। সিডি/ডিভিডি কপি হতে থাকবে।

0 comments:

Post a Comment