বিসমিল্লাহির রহমানির রহিম
অনেক সময় বিভিন্ন কারনে ব্লগের নাম পরিবর্তন করতে হয় বা অন্য কোন ব্লগ চালু করতে হয়, তখন আপনার পুরনো ব্লগটি মুছে দিলে ব্লগটির পাঠকরা আপনার ব্লগ আর খুজে পায় না এবং পাঠক গুলোকে হারাতে হবে। আপনি চাইলে আপনার পুরনো ব্লগ থেকে পাঠকদের সয়ংক্রিয় আপনার নতুন ব্লগে বা সাইটে নিয়ে যেতে পারেন। এর জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।প্রথমে ব্লগারে গিয়ে লগঅন করুন। তারপর Design ট্যাব থেকে Edit HTML এ ক্লিক করুন।
তারপর কী-বোর্ড থেকে F3 চাপ দিন। তাহলে সার্চ উইন্ডো আসবে। সেখান লিখে শব্দটি বের করুন।শব্দটি খুজে পেলে শব্দটির নিচে নিচের কোডটি দিন এবং কোডটির “www.example.com” এর জায়গাতে আপনার নতুন সাইটের ঠিকানা দিন।
http://www.example.com’ http-equiv=’refresh’/>কোডটি দেয়ার পর কোড গুলো দেখতে নিচে মত হবে।

তারপর SAVE TEMPLATE এ ক্লিক করুন।উদাহরন হিসেবে নিচের সাইটে ক্লিক করে দেখতে পারেন।
0 comments:
Post a Comment