Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

সিস্টেম ফোল্ডারের নাম পরিবর্তন করা

Tuesday, January 18, 2011

ধরুন, আপনি উইন্ডোজে পার্সোনালাইজড লুক দিতে চাচ্ছেন এবং My Computer ফোল্ডারের নাম পরিবর্তন করতে চাচ্ছেন। এ কাজটি করতে চাইলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করতে হবে :

* Start>Run- এ গিয়ে regedit টাইপ করে এন্টার চাপলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।

* এবার নেভিগেট করুন HKEY_CURRENT_USER/Software\Microsoft\Windows\ CurrentVersion\Explorer\CLSID\{20 D04FE0-3AEA-1069-A2D8-08002B3 0309D}

* এবার রেজিস্ট্রি এডিটরের বাম প্যানে Default-এ ডবল ক্লিক করুন।

* My Computer-কে যে নাম দিতে চান তা Value ফিল্ডে এন্টার করুন। ধরুন, আপনার কাঙ্ক্ষিত নামটি হলো New Computer.

* এবার এন্ট্রিটি নিশ্চিত করে এডিটর ক্লোজ করুন। এই পরিবর্তন শুধু বর্তমানে ব্যবহার করার লগ-এ।

0 comments:

Post a Comment