Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

পেনড্রাইভকে এটিএফএসের ফরম্যাট করা

Tuesday, January 18, 2011

সচরাচর পেনড্রাইভকে ফ্যাট৩২ ফাইল ব্যবস্থায় ফরম্যাট করা হয়। তবে আপনি চাইলে পেনড্রাইভকে এনটিএফএসে ফরম্যাট করতে পারেন।
এ জন্য যা করতে হবে—
মাই কম্পিউটার থেকে পেনড্রাইভের ওপর ডান ক্লিক করে Properties\Hardware-এ গিয়ে পেনড্রাইভ নির্বাচন করতে হবে।এর পর Properties\Policies থেকে Optimize for Performance নির্বাচন করে Ok\Ok
করতে হবে। এতে পেনড্রাইভটি এনটিএফএস ব্যবস্থায় ফরম্যাট হবে।সতর্কতা: ব্যবহূত পেনড্রাইভফরম্যাট করলে সেটিতে থাকা সব তথ্য মুছে যাবে।

0 comments:

Post a Comment