Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ব্লগার হ্যাকিং: ব্লগারের নেভিগেট বার লুকানো

Monday, January 17, 2011


বিসমিল্লাহির রহমানির রহিম
ব্লগারে ব্লগ তৈরি করলে ব্লগ সাইটের উপরে একটি বার দেখা যায়। এটি নেভিগেট বার। সাধারনত Template Designer থেকে টেমপ্লেট ডিজাইন করলে এ বার দেখা য়ায়। তবে নিজ থেকে টেমপ্লেট ডাউনলোড করে দিলে এটি দেখা যায় না।
blogger hack 001 ব্লগার হ্যাকিং: ব্লগারের নেভিগেট বার লুকানো | Techtunes
নেভিগেট বার
অনেক ইউজার এ বারটি পছন্দ করেন না। কিন্তু ব্লগারে এটি লুকানোর কোন অপশন দেয়নি। আপনি চাইলে নিচের পদ্ধতিতে নেভিগেট বারটি লুকাতে পারেন।
প্রথমে ব্লগারে গিয়ে লগঅন করুন। তারপর Design ট্যাব থেকে Edit HTML এ ক্লিক করুন।
blogger hack 004 ব্লগার হ্যাকিং: ব্লগারের নেভিগেট বার লুকানো | Techtunes
তারপর কী-বোর্ড থেকে F3 চাপ দিন। তাহলে সার্চ উইন্ডো আসবে। সেখান “body {” লিখে শব্দটি বের করুন।
blogger hack 002 ব্লগার হ্যাকিং: ব্লগারের নেভিগেট বার লুকানো | Techtunes

শব্দটি খুজে পেলে শব্দটির উপরে নিচের যে কোন একটি কোড দিন এবং SAVE TEMPLATE এ ক্লিক করুন। ১ নং কোডটি আগে দিন। সেটি কাজ না করলে ২ নং কোডটি দিন। সেটিও কাজ না করলে ৩ নং কোডটি দিন।
১. #navbar-iframe {
height:0px;
visibility:hidden;
display:none;
}

২. div.navbar {
opacity:0.0;
display:none;
}

৩. #navbar-iframe { display: none !important; }
উদাহরন সরুপ নিচের চিত্রটি দেখুন।
blogger hack 003 ব্লগার হ্যাকিং: ব্লগারের নেভিগেট বার লুকানো | Techtunes
আশা করি কোন সমস্য হবে না। সমস্যা হলে কমেন্ট করবেন। সামনে আরো সুন্দর কিছু নিয়ে আসব আশা করছি।

0 comments:

Post a Comment