বিসমিল্লাহির রহমানির রহিম
ব্লগারে ব্লগ তৈরি করলে ব্লগ সাইটের উপরে একটি বার দেখা যায়। এটি নেভিগেট বার। সাধারনত Template Designer থেকে টেমপ্লেট ডিজাইন করলে এ বার দেখা য়ায়। তবে নিজ থেকে টেমপ্লেট ডাউনলোড করে দিলে এটি দেখা যায় না।অনেক ইউজার এ বারটি পছন্দ করেন না। কিন্তু ব্লগারে এটি লুকানোর কোন অপশন দেয়নি। আপনি চাইলে নিচের পদ্ধতিতে নেভিগেট বারটি লুকাতে পারেন।
প্রথমে ব্লগারে গিয়ে লগঅন করুন। তারপর Design ট্যাব থেকে Edit HTML এ ক্লিক করুন।

তারপর কী-বোর্ড থেকে F3 চাপ দিন। তাহলে সার্চ উইন্ডো আসবে। সেখান “body {” লিখে শব্দটি বের করুন।
শব্দটি খুজে পেলে শব্দটির উপরে নিচের যে কোন একটি কোড দিন এবং SAVE TEMPLATE এ ক্লিক করুন। ১ নং কোডটি আগে দিন। সেটি কাজ না করলে ২ নং কোডটি দিন। সেটিও কাজ না করলে ৩ নং কোডটি দিন।
১.
#navbar-iframe {
height:0px;
visibility:hidden;
display:none;
}২.
div.navbar {
opacity:0.0;
display:none;
}৩.
#navbar-iframe { display: none !important; }উদাহরন সরুপ নিচের চিত্রটি দেখুন।

আশা করি কোন সমস্য হবে না। সমস্যা হলে কমেন্ট করবেন। সামনে আরো সুন্দর কিছু নিয়ে আসব আশা করছি।
0 comments:
Post a Comment