অবিশ্বাস্য হলেও সত্যি যে গিজমো তার নতুন সার্ভিস নিয়ে এসেছে যেখানে আপনি প্রতিদিন ফ্রি ১০ মিনিট ফোন কল করতে পারবেন। সার্ভিসটি হল যে কোন দেশে কল করার সুযোগ আর তার মধ্যে বাংলাদেশের নামও আছে। আমরা দুদিন ব্যবহার করে দেখলাম, সত্যি সত্যিই তারা প্রতিদিন ১০ মিনিট ফ্রি কল দিচ্ছি। আর এই জন্য আপনাকে কোন সফট ইন্সটল করা লাগবেনা। ওয়েবব্রাউজার (ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, ফায়ারফক্স দিয়ে) করতে পারবেন। এটা একটি বড় সুবিধা বলা যায়। অবশ্য ফ্লাশ ইন্সটল ও একটি বিশেষ প্লাগিন ইন্সটল করতে হবে এবং আপনার ব্রাউজার তা অটোমেটিক করে ফেলবে।
ইদানিং বাংলাদেশের কলিং কার্ডগুলি অবৈধ হওয়ায় আমেরিকা সহ অন্যান্য দেশ থেকে কলিং কার্ডের মাধ্যেমে বাংলাদেশে ফোন করা যাচ্ছেনা।কিন্তু এই সার্ভিসটি ব্যবহার করে বাংলাদেশে আমরা কথা বলতে পারলাম। বাংলাদেশের ল্যান্ড ও মোবাইল দুটিতেই যাচ্ছে।
প্রতিদিন ১০ মিনিট মন্দ কি?
তবে একাউন্ট রেজিস্ট্রেশন না করলে ফ্রি ৫ মিনিট দেয়। তাই রেজিস্ট্রেশন করে উপভোগ করুন এই সুযোগ।
Download
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment