Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

মজিলা ফায়াফক্স এড-অন: ফায়ারশট

Saturday, January 8, 2011


স্ক্রিন শট নিতে গিয়ে আমরা কত ঝামেলা যে করি তার কোন ইয়ত্তা নেই। একটা স্ক্রিনশট নিতে গিয়েই কিবোর্ড এর প্রিন্ট স্ক্রিন বাটন প্রেস করে  আবার উইন্ডোজ এর ডিফল্ট টুল “পেইন্ট” এর পেষ্ট করে তারপর ঝামেলাপূর্ণ ইডিট এর কাজ সম্পন্ন করতে করতে আমাদের প্রায় ২০-৩০ মিনিট এর মত লেগে যায়। এত ঝামেলায় যাবার দরকার কি যেখান ফায়ারশট এর মত একটি অসাধারণ এড-অন রয়েছে। এই এড-অনটির ব্যবহারও খুব সহজ। ডাউনলোড করে নিন এড-অনটি নিম্নের লিংক থেকে-
এড-অনটি ফায়ারফক্সে ইন্সটল হবার পর যেখানে দেখা যাবে-
ফায়ারশট দিয়ে আপনি একটা চিত্র ক্যাপচার করার পর যে যে সুবিধা পাবেন-
  • যে কোন পাবলিক হোষ্টিং এ আপলোড
  • পুরো পৃষ্ঠার স্ক্রিনশট
  • নিজের কম্পিউটারে সেভ করা (PNG, GIF, JPEG, BMP)
  • সরাসরি ফায়ারশট থেকে প্রিন্ট করা
  • ক্লিপবোর্ডে কপি করা
  • যে কোন ই-মেইল এড্রেসে মেইল করা
  • ফায়ারশট থেকে যেকোন এডিটরে (যেমন: ফটোশপ) এক্সপোর্ট করে হাই কনফিগারেবল এডিট করা সহ
আরো অনেক কিছু আছে মাত্র ১.৯ মেগাবাইট এর এই এড-অনটিতে। তো আর দেরী কেন? আজই শুরু করুন শুটিং।

0 comments:

Post a Comment