ব্লগে যুক্ত করুন ফিড ফরম
Tuesday, January 4, 2011
আপনার ব্লগে যুক্ত করুন ফিড ফরম। এরকম ফিড ফরম খুব সহজেই ব্যবহার করা যায় গুগলের ফিড বার্নার সার্ভিসটির মাধ্যমে। এজন্য www.feedburner.google.com-এ যান অবশ্য এটি ফিড বার্নার ডট কম থেকেও করা যায়। এখানে সাইন আপ করুন বা আপনার জি-মেইল অ্যাকাউন্ট থাকলে তা দিয়ে সাইন ইন করতে পারেন। সাইন ইনের পর যে পেজটি প্রথমে আসবে সেখানে আপনার ব্লগের ফিড ইউআরএল দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। এর পরপর কয়েকটি পজে আসবে প্রতিটিতেই নেক্সট বাটনে ক্লিক করে পরের পেইজে যান। এরপর ৩য় যে পেজটি আসবে কয়েকটি ট্যাবসমৃদ্ধ তাতে পাবলিসাইজ ট্যাবে ক্লিক করুন। এই ট্যাবটি ওপেন হলে ই-মেইল সাবস্ক্রিপশেন ক্লিক করুন। এরপর একটিভ বাটনে ক্লিক করে সার্ির্ভসটি একটিভ করুন। তারপরের যে পেজটি আসবে তাতে ভাষা এবং ব্লগের ধরন সিলেক্ট করে সেভ করুন। সব শেষে ফরমের জন্য দেয়া কোডটি আপনার ব্লগে কপি পেস্ট করুন। এটা মূলত ব্লগ স্পটের জন্য অন্যগুলোর জন্য শেষদিকে কিছুটা বিচ্ছিন্ন হবে।
Labels:
Blogging
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment