Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

এক শর্টাকটে একাধিক ফাইল খোলা by Wonderboy

Tuesday, January 25, 2011

শর্টাকাটের সবচেয়ে বেশী ব্যবহার হয় ডেক্সটপে। আর একটি শর্টকাটের সাহায্যে শুধমাত্র একটি মাত্র ফাইল/প্রোগ্রাম/ফোল্ডার খোলা যায়। কিন্তু একটু চালাকি করলে একটি মাত্র শর্টকাটের সাহায্যে একাধিক ফাইল/প্রোগ্রাম/ফোল্ডার খুলতে পারবেন। এজন্য প্রথমে (Start Menu -> Accessories -> Notepad) নোটপ্যাড খুলুন। এবার যে যে প্রোগ্রামের বা ফাইলের শর্টকাট করতে চান সেগুলোর লোকেশন নিচের মত করে লিখুন।
Start “” %SystemRoot%\System32\mspaint.exe
Start “” “C:\Program Files\Internet Explorer\IEXPLORE.EXE”
Start “” %SystemRoot%\System32\calc.exe
Start “” “F:\Personal\Documents\Wonderboy.doc”

এবার MyFavorites.bat নামে ডেক্সটপে সেভ করুন। ব্যাস এখন থেকে MyFavorites টি চালু করলে উপরোক্ত প্রোগ্রাম ও ফাইল চালু হবে। আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরারে পছন্দের ওয়েবসাইট চালু করতে চান তাহলে শেষে ওয়েব সাইটের ঠিকানা যোগ করুন। যেমন, Start “” “C:\Program Files\Internet Explorer\IEXPLORE.EXE” “http://mytechtips.tk”| এভাবে আপনি চাইলে আরো প্রোগ্রাম, ফাইল বা ফোল্ডার যোগ করতে পারেন।

0 comments:

Post a Comment