আপনারা অনেকেই ছবি নিয়ে ফান করতে পছন্দ করেন আর ফান করতে অনলাইনে অনেক সাইট রয়েছে এর মধ্যে ফটোফানিয়া অন্যতম এবং এ নিয়ে অনেকে লিখেছে এই সাইটে। তাই আজকে নতুন একটি সাইট নিয়ে হাজির হলাম। এই সাইটির নাম হল FUNPHOTOBOX। সাইটটি ফটোফানিয়ার চেয়ে বেশী আকর্ষনীয় আর মজাদার। অসংখ্য ইফেক্ট রয়েছে এতে আর ব্যবহার করাও একদম সহজ। আর এই সাইটের সাহায্যে আপনি এ্যানিমেশন আর কার্ডও তৈরী করতে পারবেন। তাহলে চলুন ফান শুরু করি।
প্রথমে এই লিংকে ক্লিক করে FUNPHOTOBOX এ যান তারপর অসংথ্য ইফেক্ট আর এ্যানিমেশন হতে যে কোন একটি বেছে নিন এবার আপনার ছবি আপলোড করুন এবং তারপর আপনার ছবি বা এ্যানিমেশনটি কম্পিউটারে সেভ করে নিন। ব্যাস হয়ে গেল। কেমন লাগল জানাবেন।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment