Windows সহ সকল সফটওয়্যার ও ড্রাইভার ইনষ্টল
Tuesday, January 18, 2011
আমরা প্রত্যেকেই আমাদের নানা কাজে/(অ)কাজে উইন্ডোজ ইনষ্টল করে থাকি আর উইন্ডোজ এর সাথে ইনষ্টল করতে হয় সাউন্ড, এজিপি সহ সব ড্রাইভার এবং বিভিন্ন সফটওয়্যার। যদি এমন হয় ২ মিনিটে আপনার উইন্ডোজ সহ সকল ড্রাইভার আর প্রয়োজনীয় সফটওয়্যার সেটআপ হয়ে যায় তাহলে কেমন হয়?! আমার তো মনে হয় ভালই হবে। যদি ভালই হয় তাহলে আসুন দেখি কিভাবে এ কাজটি করা যায়। আপনি ২ মিনিটে সকল কাজ করতে হলে আপনাকে প্রথমে একটি ফ্রেশ Windows সেটাপ দিতে হবে। তারপর আপনার প্রয়োজনীয় বিভিন্ন ড্রাইভার আর সফটওয়্যার সেটাপ দিতে হবে। তারপর Acronis Rescue Media BootCD সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। এটি একটি বুটেবল ISO ফাইল যা Nero এর সাহায্যে Bootable Data Disk ফরম্যাটে রাইট করতে হবে। রাইট শেষ হয়ে গেলে আপনি কম্পিউটারটি রিষ্টার্ট দিন এবং Del বা F2 কী চেপে বায়োসে প্রবেশ করুন। তারপর ফার্স্ট বুট ডিভাইসে বুট ফ্রম সি.ডি দেখিয়ে দিন F10 চেপে সেভ দেন। Acronis Rescue Media BootCD থেকে আপনার পিসি চালু হবে। Acronis Master Image creator নামে একটি লেখা দেখবেন ঐটার মধ্যে ক্লিক করে আপনার ইউন্ডোজটি যে ড্রাইভে তার ব্যাকআপ নিন। তারপর save এর লোকেশন অন্য একটি ড্রাইভ দেখিয়ে দিন। ব্যাস সব ঝামেলা শেষ। এখন উইন্ডোজ সেটাপ মাত্র ২ মিনিটের ব্যাপার। এখন কোন কারনে আপনার ইউন্ডোজটি সমস্যা দেখা দিলে আর সময় নিয়ে ইউন্ডোজ ইনষ্টল দিতে হবে না কেবল Acronis Rescue Media BootCD দিয়ে বুট করে আপনার সেভ করা ইউন্ডোজের ব্যাকআপটির লোকেশন দেখিয়ে দিন। ব্যাস দেখুন ইউন্ডোজ সহ আপনার ব্যাকআপ রাখা সকল ড্রাইভার ও সফটওয়্যার মাত্র ২ মিনিটে ইনষ্টল হয়ে গেছে।
Labels:
TIPS AND TRICKS
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment