Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

xpতে অটো ব্যাকআপ

Tuesday, January 18, 2011

অপারেটিং সিস্টেম সংক্রান্ত সমস্যায় অপারেটিং সিস্টেম বা সেই অ্যাপ্লিকেশনটি পুনরায় ইনস্টল করতে হতে পারে। ওয়ার্ডে অটোকারেক্ট ডিকশনারিতে যে বিষয়গুলো রেকেছিলেন তা হারিয়ে যেতে পারে বা খুজে পেতে না পারেন। কিন্তু ওয়ার্ড xpতে আপনাকে অটোকারেক্ট এন্ট্রির একটা ব্যাকঅপ রাকার সুবিধা দেবে। এই সুবিধা পেতে c:/Program Files/Microsoft Office/Office 10/Macros এ গিয়ে file support.dot খুলুন।
এখানে তিনটি বাটন পাবেন। তার মধ্যে অটোকারেক্ট ব্যাকআপ বাটনে ক্লিক করলেই ব্যাআপ,রিষ্টোর বা ক্যানসেলে তিনটি অপশন পাবেন। এখানে থেকে অটোকারেক্ট এন্ট্রির ব্যাকআপ রাখা বা রিষ্টোর করার কাজ আপনার পছন্দ মতো বাছাই করুন। তাহলে আপনি অটোকারেক্ট এন্ট্রিগুলোর ব্যাকআপ স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাবেন।

0 comments:

Post a Comment