Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

Youtube থেকে Video ফাইলকে Audio আকারে ডাউনলোড করা

Monday, January 17, 2011

Youtube থেকে সাধারণত আমরা ভিডিও ফাইল দেখি ও ডাউনলোড করি।কিছু ফাইল আছে যেগুলোর শুধুমাত্র অডিও প্রয়োজন ভিডিও এর ততটা প্রয়োজন নেই।

যেমনটা আমার গতকাল হয়েছে।দুজন বক্তার তর্ক শুনছিলাম ডাউনলোড করার সময় দেখি অনেক বড় ।কিন্ত আমার ভিডিও দেখার তেমন প্রয়োজন নেই শুধু অডিও আকারে ডাউনলোড করলেই হবে ।তখন এই সাইটে গিয়ে লিংক প্রবেশ করে তাকে অডিওতে কনভার্ট করার পর ডাউনলোড করলাম।
ফলে ফাইলটার আকারও অনেক কমে আসলো।
যেমন ভিডিও ফাইল যেটা ১৮মেগাবাইট সেটা ৪মেগাবাইট-এ নেমে আসলো।
এই ওয়েবসাইটে Standard কোয়ালিটি এবং High Quality উভয় ফরম্যাটে নামানো যাবে।
তবে আমি দেখেছি High এর চেয়ে Standard ই ভালো।কারণ এতে ফাইলের মানের তেমন পরিবর্তন হয় না বরং আকার কমে আসে।
ওয়েবসাইটটির ঠিকানা:
http://www.listentoyoutube.com/
youtube Youtube থেকে Video ফাইলকে Audio আকারে ডাউনলোড করা | Techtunes
তবে এর চেয়েও অন্যকোন পন্থা থাকতে পারে।তবে আমি জানি না। আপনারা যারা জানেন শেয়ার করেন।

0 comments:

Post a Comment