Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ই-মেইল অ্যাকাউন্ট কিভাবে মুছে ফেলবেন…..

Tuesday, April 26, 2011

ইন্টারনেট ব্যবহার করেন অথচ ই-মেইল ঠিকানা নেই এমন মানুষ খুজে পাওয়া যাবে না । আর ই-মেইল ব্যবহারকারীর বিনামুল্যে এই সেবা ব্যবহার করেন । বিনামুল্যে হওয়াতে অনেক সময় আমরা আপ্রয়োজনেও মেইল ঠিকানা খুলে থাকি । কিন্তু আমরা কয়জনইবা ই-মেইল অ্যাকাউন্ট মুছে পেলতে পারি । নিচে ই-মেইল অ্যাকাউন্ট মুছে ফেলার বিভিন্ন পদ্ধতি দেখানো হল :
হট-মেইল : প্রথমে হট-মেইলে লগইন করুন । এবার উপরে ডানদিকে help বাটনে ক্লিক করুন । search অংশে close account লিখে সার্চ করুন । এবার সার্চ এ আসা ফলাফল থেকে close your account লিংকে ক্লিক করুন এবং পরবর্তী অংশ থকে close account বাটনে ক্লিক করে হট-মেইল অ্যাকাউন্ট মুছে ফেলতে পারবেন ।
য়াহু : প্রথমে https://edit.yahoo.com/config/delete_user লিংক এ যান এবং ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন । এরপর নিচে আবার পাসওয়ার্ড দিয়ে (yes) Terminate this বাটনে ক্লিক করে ইয়াহু অ্যাকাউন্ট মুছে ফেলতে পারবেন ।
জিমেইল : প্রথমে জিমেইলে লগইন করুন । এবার উপরের ডানদিকে Setting লিংকে ক্লিক করুন । এবার Account ট্যাবে ক্লিক করে Google Account Setting এ ক্লিক করুন । এরপর ডানদিকের Edit next to my service এ ক্লিক করে Delate Gmail Service এ ক্লিক করে জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলতে পারবেন ।
নোট : অ্যাকাউন্ট মুছে পেলার আগে প্রয়োজনিয় তথ্য ব্যাকআপ করে নিতে হবে । অ্যাকাউন্ট মুছে পেলার পরে উক্ত নামে অন্য যেকেউ নতুন ভাবে অ্যাকাউন্ট খুলতে পারবে ।

0 comments:

Post a Comment