Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

রিমুভাল ডিক্স থেকে ইন্সটল দিন উইন্ডোজ ৮

Tuesday, April 26, 2011

আসসালামু আলাইকুম, সবাইকে “অনির্বাচিত টিউনার” এর শুভেচ্ছা ও অভিন্দন। সবাই কেমন আছেন? আশা করি ভাল। ভাল থাকবেন এটাই কামনা সবার জন্য। আজ আপনাদের জন্য যে টিউন নিয়ে এসেছি, তাহল কিভাবে ফ্লাস ডিস্ক থেকে উইন্ডোজ ৮ সেটআপ করবেন। একদম বুঝলে একদম সহজ, না বুঝলে কি হবে তা নিশ্চয়ই বুঝছেন কি হবে। যাক বেশি বকবক না করে টিউনে যাই চলুন………
n31 300x187 রিমুভাল ডিক্স থেকে ইন্সটল দিন উইন্ডোজ ৮ | Techtunes
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত অপারেটিং সিস্টেম হল উইন্ডোজ ৮। উইন্ডোজ এইটকে নিয়ে প্রযুক্তি বিশ্বে জল্পনা-কল্পনা শেষ নেই। এর বিভিন্ন ফিউচারের কারণে এটি হয়ত কয়েক দিনের মধ্যেই বিশ্বের অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে এক নাম্বারে চলে আসবে। আর কি বলব উইন্ডোজ ৮ ব্যবহার করলেই বুঝবেন এর মজা কতো? চলুন কিভাবে সেটআপ করবেন উইন্ডোজ ৮ ফ্লাস ডিক্স থেকে।
  • এর জন্য লাগবে একটি উইন্ডোজ ৮ এর ডিভিডি, একটি ৪গিগাবাইটের একটি ফ্লাস ডিস্ক।
  • প্রথমে আপনার ফ্লাস ডিক্স কম্পিউটারে প্রবেশ করান।
  • এবার স্টার্ট মেনুতে ক্লিক করুন।
  • এবার স্টার্ট মেনুর সার্চ বক্সে লিখুন CMD
  • তাহলে cmd.exe ফাইল দেখাবে।
  • · এবার cmd.exe ফাইলের উপর রাইট বাটনে ক্লিক করুন।
  • · মেনু থেকে Run as Administrator ক্লিক করুন।
110 300x82 রিমুভাল ডিক্স থেকে ইন্সটল দিন উইন্ডোজ ৮ | Techtunes
  • তাহলে কমান্ড প্রোম্পট চালু হবে।
  • · কমান্ড প্রোম্পটে DISKPART লিখে এন্টার করুন।
2 300x100 রিমুভাল ডিক্স থেকে ইন্সটল দিন উইন্ডোজ ৮ | Techtunes
  • · তাহলে উপরের মতো একটি ম্যাসেজ আসবে।
  • · এবার লিখুন LIST DISK ও এন্টার করুন।
  • · তাহলে আপনার কম্পিউটারের সাথে যুক্ত USB গুলোর নাম্বার চলে আসবে।
  • · নিচের ছবি দেখুন, Disk 2 হল USB ডিভাইসের নাম্বার।
3 300x100 রিমুভাল ডিক্স থেকে ইন্সটল দিন উইন্ডোজ ৮ | Techtunes
  • · এবার নিচের কমান্ডগুলো একটার পর একটা লিখে এন্টার দিন।
4 264x300 রিমুভাল ডিক্স থেকে ইন্সটল দিন উইন্ডোজ ৮ | Techtunes
SELECT DISK 2
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 1
ACTIVE
FORMAT FS=NTFS
ASSIGN
EXIT
  • তারপর ফ্লাস ডিক্স ফরম্যাট হতে কিছু সময় নিবে।
5 297x300 রিমুভাল ডিক্স থেকে ইন্সটল দিন উইন্ডোজ ৮ | Techtunes
  • ফরম্যাট শেষ হলে কমান্ড প্রোম্পট মিনিমাইজ করে রাখুন। কমান্ড প্রোম্পট বন্ধ করবেন না।
  • এবার উইন্ডোজ ৮ এর ডিভিডি টি আপনার কম্পিউটারে প্রবেশ করান।
  • · এখন আপনার কম্পিউটারের ডিভিডি রমটি যদি G ড্রাইভ হয় তাহলে লিখুন G:>CD BOOT
  • এর সবশেষ G:boot>BOOTSECT.EXE /NT60 K: এই কমান্ডটি লিখে এন্টার করুন।
  • তাহলে উইন্ডোজের সকল ফাইলগুলো কপি করা শুরু করবে। এতে কিছু সময় লাগতে পারে।
  • ব্যস কাজ শেষ। এবার কমান্ড প্রোম্পটি বন্ধ করুন।
  • এবার উইন্ডোজ ৮ সেটআপ করুন।
  • প্রথমে বায়োস থেকে Removal Device নির্বাচন করুন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন না খারাপ থাকতে চেষ্টা করবেন icon biggrin রিমুভাল ডিক্স থেকে ইন্সটল দিন উইন্ডোজ ৮ | Techtunes icon smile রিমুভাল ডিক্স থেকে ইন্সটল দিন উইন্ডোজ ৮ | Techtunes , আল্লাহ হাফেজ

0 comments:

Post a Comment