Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

কিভাবে একটি salary sheet তৈরী করবেন

Tuesday, April 26, 2011

আমাদের বিভিন্ন সময় salary sheet দরকার হয়।
বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজে বা ব্যক্তিগত কাজে।
যেই কাজেই হোক না কেন, আমরা আজ একটি salary sheet তৈরী করব।
মনে করি কোন কারখানায় ৮ ঘন্টা কাজ করা বাধ্যতামূলক ।মজুরী ৫০ টাকা/ঘন্টা।
1 কিভাবে একটি salary sheet তৈরী করবেন? | Techtunes
শর্তসমূহ:
মূল মজুরী ৪০০ টাকা। প্রতিদিন ৮ ঘন্টা
overtime ৭৫ টাকা/ঘন্টা
সমাধান:
C2 সেল নির্বাচন করুন।
লিখুন =B2-8
click enter key.
D2 সেল নির্বাচন করুন।
লিখুন =((B2-C2)*50+C2*75)
click enter key.
আপনার ফলাফল বের হয়ে যাবে।
SCREENSHOT সহ দেখুন এখানে।

0 comments:

Post a Comment