বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
ইন্টারনেট থেকে ফ্রি এস এম এস করার সাইট এর অভাব নেই কিন্তু তারা এস.এম.এস ফ্রি দেলেও তাদের সাইট থেকে এস, এম, এস করতে ইচ্ছা করেনা । কারন ওরা এস. এম. এস এর সাথে ওদের সাইট এর এডভারটাইজ এর লিঙ্ক যুক্ত করে দিয়ে থাকে যার ফলে এস. এম .এস এর প্রাপক সহজেই বুঝতে পারে যে এস. এম. এস টি ইন্টারনেট থেকে ফ্রি পাঠানো হয়েছে । আর এসব সাইটে বার বার ঢুকে এস এম এস করতেও ভাল লাগেনা আবার বেশিরভাগ সাইট থেকে মুবাইল দিয়ে এস এম এস করা যায়না। আর এসব সাইট থেকে এস এম এস করলে প্রাপক সহজে বুঝতেও পারেনা যে আপনি তাকে এস এম এস করেছেন কারন আপনার নম্বর তার কাছে দেখাবেনা । কিন্ত এখন থেকে আর ফ্রি এস এম এস করতে ফ্রি এস এম এস সাইটে দওরা দওরি করতে হবেনা , কম্পিউটার থেকেও এস এম এস করতে হবেনা ।। মুবাইল দিয়ে ই করবেন তাও আবার কোন সাইটে প্রবেশ না করেই একটা ইন্সটেন্ট এস এম এস মেসেঞ্জার দিয়ে প্রতিদিন ১০ টি করে একটি ID দিয়ে এবং এখন থেকে আপনার প্রিয় নম্বরটিই সেন্ডার নম্বর হিসেবে প্রাপক এর কাছে যাবে । সফটওয়ারটির নাম বিনু এস এম এস সেন্ডার । এটি ডাওনলোড এবং ইন্সটল করার প্রক্রিয়া অনেক সহজ তাই ওসব নিয়ে আর কিছু হবেনা একটু ভাল করে লক্ষ করলেই হবে ইন্সটল এর নির্দেশনা ।তাহলে মনে হয় এখন আপনার মনে প্রশ্ন হল ১০ টি করে প্রতিদিন হলে আনলিমিটেড কিভাবে ? হা আনলিমিটেড ই । আপনি আপনার মুবাইল নম্বর দিয়ে একবার একাওন্ট করে করে ১০ টি এস এম এস পাটাতে পারবেন আর নিশ্চই আপনার সিম একটি নয় যদি আপনি বাংলাদেশের নাগরীক হন । তাইনা ? :p
তাহলে আর দেরি করে কি লাভ ? সুরু করে দিন নিজের নম্বর থেকে ফ্রি এস এম এস করা
সরাসরি মুবাইল দিয়ে এখানে ক্লিক করে ইন্সটল করুন । অথবা এখানে অথবা এখানে গিয়ে আপনার মোবাইলের জন্য উপযোগী সফটওয়ারটি ডাওনলোড করুন। ডাওনলোড করে ইউজার নেম দিন আর আপনার মুবাইল ভেরিফাইড করুন মুবাইলে প্রদত্ত পিন কোড নম্বর দিয়ে ।
0 comments:
Post a Comment