Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

স্ক্রীনশট নেবার একটি সফটওয়্যার (নতুনদের জন্য)

Thursday, May 26, 2011


অনেক সময় টিউন করার জন্য আমাদের পিসির স্ক্রিন শট কেপচার এর দরকার হয়ে থাকে। তখন হাতের কাছে কিছু না পেয়ে আমরা প্রিন্ট স্ক্রীন ব্রেক প্রেস করে স্ক্রীন শট নিয়ে থাকে কিন্তু তাতে দেখা যায় আমরা যেমন চাইছি ঠিক তেমন মনের মত আউটপুট পাছছি না।আবার অনেকেই অনেক সফটওয়্যার ব্যবহার করছেন কিন্তু পছন্দ অনুযায়ী আউটপুট পাচ্ছেন না।তাই আজকে ছোট একটা সফটওয়্যার দিলাম ।এটি ব্যাবহার করলেই বুঝবেন এটি কতো জরুরী।এটা দিয়ে খুব সহজে যে কোন কিছুর ঝকঝকে স্ক্রীন সট নিতে পারবেন একদম নিজে যেমনটি চান।
ডাউনলোড
যেগুলোর স্কীনশর্ট নেয়া যায়ঃ
• সম্পুর্ন ওয়েব পেজ। (অটোমেটিক স্ক্রল করে নিবে)
• আপনার ইচ্ছামত বক্স টেনে
• বৃত্ত আকারে
• সম্পুর্ন ফ্রিওয়্যার
• সম্পুর্ন স্ক্রীন ক্যাপচার ( ডুয়লে মনিটর সাপোর্ট করে)
• চলমান উইন্ডো
• কালার পিকআপ
• কালার প্যালেট
• ফ্রি হ্যান্ড রাইটিং ( আপনার পছন্দমত মাউস ড্রাগ করে)
• ইমেজ এডিটর
• মাইক্রোসফট পেইন্ট এর সব ফিচার আছে। আরো আছে- ইফেক্ট, অপাসিটি, ব্লুর, সারপেন, ব্রাউটনেস, কনট্রাস্ট, হিউয়ি, স্টারেশন, ফ্লিপ, রোরেট ইত্যাদি।
• মাইক্রোসফট পেইন্ট এর সব ফিচার আছে। আরো আছে- ইফেক্ট, অপাসিটি, ব্লুর, সারপেন, ব্রাউটনেস, কনট্রাস্ট, হিউয়ি, স্টারেশন, ফ্লিপ, রোরেট ইত্যাদি।

0 comments:

Post a Comment