Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ছবি ডিলিট হয়ে গেছে? নো চিন্তা ডু ফুর্তি।

Tuesday, May 24, 2011

Image 11 ছবি ডিলিট হয়ে গেছে? নো চিন্তা ডু ফুর্তি। | Techtunes
আজকাল মোবাইল এমন একটি দৈনন্দিন ব্যাবহার্য জিনিসে দাড়িয়েছে যে এটি ছাড়া এখন আমাদের জীবন এখন অনেকটাই অচল হয়ে পড়েছে।আর এই মোবাইলের অবিচ্ছেদ্য অংশ হল ক্যামরা।এই ক্যামেরা এমনসব মুহূর্তে ছবি তুলতে পারে যেখানে আপনার ডিজিটাল ক্যামেরা অনুপস্থিত।কিন্তু অসাবধনতার বসত অনেক সময়ই আমরা এই ছবিগুলো ডিলিট করে ফেলি।ব্যক্তিগতভাবে আমি এরকম সমস্যায় পরেছিলাম,কেউ আমাকে এর সঠিক সমাধান দিতে পারেনি বরং যেসব সমাধান দিয়েছিল তাতে আমার ভোগান্তিটাই বেশি হয়েছে।পরবর্তীতে আমার কম্পিউটারেই ছিল এর জন্য এক জটিল সমাধান কিন্তু আমি খেয়ালই করিনি।আজ আমি সেই মোক্ষম হাতিয়ারটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যা আপনাকে এমন সমস্যায় পূর্ণ সমাধান দিতে পারে।আপনারা ফাইলটি ডাউনলোডের পর যা করবেন:
১।ফাইলটি জিপ করা আছে তাই এক্সট্রাক্ট করে নিন।>Pass4 Patch:Photo
photoin1 ছবি ডিলিট হয়ে গেছে? নো চিন্তা ডু ফুর্তি। | Techtunes
২।ফাইলটি ইনস্টল আর প্যাচ করা শেষ হলে এই সফটওয়্যারটি অবশ্যই রেজিস্টার্ড ভার্সন হিসেবে দেখাবে আর যদি এটি না দেখায় তা হলে বুঝতে হবে যে ভালভাবে প্যাচ করা হয়নি।আর এ কাজটি করার জন্য প্যাচ ফাইলটি রান করুন।পরে প্যাচ লেখা বাটনে ক্লিক করুন।ভুল দেখালেও পরে এটি ইন্সটলেশন ফাইল চাইবে ,তখন আপনি c drive এ প্রোগ্রাম ফাইলের ডিজিটাল ফটো রিকভারি ফোল্ডারে ঢুকে Digital Photo Recovery.exe নামক ফাইলটি দেখিয়ে দিন,ইনশাআল্লাহ প্যাচ হবেই।
৩।এবার আপনার মোবাইলের মেমোরি কার্ড কম্পিউটারে প্রবেশ করান।তখন নিম্নে আমার দেখান চিহ্নিত স্থানে কার্ডটি দেখাবে আর তখন আপনি সেটি সিলেক্ট করবেন।এরপর আপনি কি ধরনের ফাইল চান তা দেখিয়ে দিন কিংবা ডিফল্টভাবে রেখেই Scan বাটনে ক্লিক করুন।স্ক্যান শেষ হলে ফাইলগুলো সেভ করুন।
Image 2. ছবি ডিলিট হয়ে গেছে? নো চিন্তা ডু ফুর্তি। | Techtunes
ডাউনলোড লিংক: http://adf.ly/1aqEn

>>ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি করলে আরও ভাল হত। আর ভাল লাগলে অবশ্যই মন্তব্য করবেন।আর মন্তব্যগুলোই হবে আমার আগামী টিউনের প্রেরণা। ভাল থাকবেন..আল্লাহ হাফেজ।

0 comments:

Post a Comment