Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ফায়ারফক্সে বাংলা সুন্দরভাবে দেখার জন্য

Sunday, May 22, 2011

১. আপনার কমপিউটারে SolaimanLipi ফন্টটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।। ফন্টের ডাউনলোড লিংক : SolaimanLipi Font
ইনস্টল করতে প্রথমে Start Menu তে গিয়ে Run  এ গিয়ে Type Fonts  এরপর Enter দিয়ে Font টা Past করতে হবে। তাহলে Font  টি ইনস্টল হয়ে যাবে।
২. এরপর আপনি আপনার Firefox এ গিয়ে Tools এরপর Options এরপর Content এরপর Advance এরপর আপনি নিচের স্কিন সর্ট এ দেখানো তিনটি ফন্ট Solaimanlipi  করে দিন ।
 ফায়ারফক্সে বাংলা সুন্দরভাবে দেখার জন্য | Techtunes
শেষে Ok দিলে আপনি সুন্দরভাবে ফন্ট গুলো দেখতে পারবেন।

0 comments:

Post a Comment