
তবুও যদি বিশ্বাস না হয় তবে নিচে আমার পিসির প্রমান দেখতে পারেন, আর তারপরেও বিশ্বাস না হলে নিজে ইউজ করে দেখুন তবে বিশ্বাস করুন।

১. এই হল সফটওয়্যারটির মেইন মেনু, স্পিড আপের আগে দেখুন র্যামের অবস্থা।


২. স্পীড আপের পর দেখুন র্যামের অবস্থা আর স্পীড। অপশন মেনুর সাহায্যে কনফিগার করে নিন সফটওয়্যারটি।

৩. আরো পারবেন অপ্রয়োজনীয় ইন্টারনেট ফাইল ক্লিনআপের মাধ্যমে ইন্টারনেটের স্পীডআপ করতে।
এই হল মোটামুটি লাইটওয়েট সফটওয়্যারটির সচিত্র বর্ননা। তো একবার ইউজ করেই দেখুন না সফটওয়্যারটি। ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে। প্যাচ ফাইল সাথে দেওয়া আছে। প্রথমে প্রোগ্রামটি ক্লোজ করে প্যাচ ফাইলটি কপি করে যে ফোল্ডারে প্রোগ্রামটি ইন্সটল হয়েছে সেখানে পেস্ট করুন আর ডাবল ক্লিক করুন। সাথে সাথে $40 অর্থাৎ ২৮০০৳ মুল্যের সফটওয়্যারটি হয়ে যাবে শুধুই আপনার।
** প্যাচ ফাইলটিকে আপনার এন্টিভাইরাস ট্রোজান হিসাবে ডিটেক্ট করতে পারে, ভয় নেই, এটি কোন ভাইরাস, ট্রোজান অথবা কোন ম্যালওয়ার নয়। **

ছোট এই টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
0 comments:
Post a Comment