Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

COMPUTER NETWORKING এর উপর চেইন টিউন এর প্রথম টিউন……।

Sunday, May 22, 2011

সকলে আমার সালাম নিবেন।আশা করি আপনারা সকলে ভালো আছেন।আমি আজ COMPUTER NETWORKING এর উপর প্রথম টিউন শুরও করতেছি।আজ আমরা COMPUTER NETWORKING এর পরিচিতি জানবো।COMPUTER NETWORKING হচ্ছে একগোচ্ছোও আন্তঃসংযুক্ত ও সংশ্লিষ্ট ডিভাইস।যারা খুব সহজে একে অন্নের মধ্যে তথ্য আদান প্রদান করে।
আরও সহজে বলা যায় দুটি COMPUTER এর মধ্যে মিডিয়ার মাধ্যমে সংযুক্ত হবার পর RESORCE এর মাধ্যমে যে যোগাযোগ স্থাপন করে তাকে COMPUTER NETWORKING বলে
আর RESORCE ধারণা কে ও COMPUTER NETWORKING বলে।এখানে RESORCE বলতে COMPUTER এর HARD DISK SPACE,PRINTER,FAX,MODEM,CD DVD ROM ইত্যাদি
বুজানো হয়। COMPUTER NETWORKING এর সবচেয়ে বড় উদাহরণ হল INTERNAT।যেটি ছাড়া বর্তমান জীবনে চলা বড় দায়। COMPUTER NETWORKING কে আপনি আপনার PROFESSION হিসেবে নিতে পারেন।যদি তা নেন তাহলে বিভিন্ন ভাগ আছেঃ
যেমনঃ
*Client Support.
*System Administration.
*Working in Network Core Layer & Distribution Layer.
*Client Support এর ক্ষেত্রে Client connection এর ক্ষেত্রে যে সমস্যা থাকে তা দূর করা হয়।
* System Administration এর ক্ষেত্রে আপনাকে server সমূহের দেখা শোনা করতে হবে।server এর operating system WINDOWS,LINUX,FREE BSD,SUN SOLARIES হতে পারে।
server এর operating system যদি WINDOWS হয় তাহলে আপনাকে MCSE/MCSA শিখতে হবে। server এর operating system যদি LINUX হয় তাহলে আপনাকে RHCE শিখতে হবে।
* Working in Network Core Layer & Distribution Layer এর ক্ষেত্রে আপনাকে
*CCNA
*CCNP
*CCSP
*CCIE
শিখতে হতে পারে
আমি আপনাদের কে আগামীতে এই বিষয় গুলো নিয়ে বিস্তারিত বর্ণনা করবো।
আগামী পর্বে আমরা HISTORY OF NETWORK সম্পর্কে জানবো।
আমি আমার সাধ্যমত গুছিয়ে লেখার চেষ্টা করেছি।কতটুক করতে পারেছি জানি না।আপনাদের যদি ভাল লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট দিবেন।কারন একজন টিউনার টিউন করে কিছু জানাতে বা শিখাতে প্রয়োজনে কিছু কমেন্ট পেতে।
সমাপ্ত..............

0 comments:

Post a Comment