Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ওয়েব ডেবলপং শিখুন – প্রফেশনাল HTML5 এবার আপনার জন্য

Sunday, May 22, 2011

ওয়েব প্রোগ্রামিং এর একচমক হচ্ছে HTML5, আর HTML5  হচ্ছে HTML এরই নতুন ভার্শন। HTML এর সব কিছুই HTML5 এর মধ্যে রয়েছে। সাথে নতুন কিছু উপাদান , ট্যাগ ইত্যাদি যোগ হয়েছে।তাহলে আগে একটু যেনে নি HTML5 সম্পর্কেঃ

HTML5 কি?

  • প্রথমেই বলতে হয় এটি এখনো HTML ই রয়েছে। যা ১৯৯০ সালে তৈরি হয় এবং এর পর সবছেয়ে স্টান্ডার্ড ভার্সন হচ্ছে HTML4 যা ১৯৯৭ সালে রিলিজ হয়।
  • এটি HTML এর আরেকটি প্রজন্ম (Genesis) যা HTML এর উন্নত ভার্সন এবং এখনও HTML5 ডেভলপিং এর মধ্যে রয়েছে।
HTML5 কেন?
  • নতুন ও আকর্ষনীয় ওয়েব ডেভলপিং এর জন্য।
  • ওয়েব এপলিকেশন গুলো তৈরি করার জন্য
  • সবছেয়ে বড় কথা হল HTML5 এর মূল লক্ষ্য বা উদ্দ্যেশ্য হচ্ছে মাল্টিমিডিয়া সাপোর্টসহ একটি স্টান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সরবরাহ করা যা সহজেই মানুষ এবং আমাদের কম্পিউটার এবং ইলেক্ট্রিক ডিভাইস গুলো সনাক্ত করতে পারবে কোন সমস্যা ছাড়া।
নতুন কি কি রয়েছে HTML5 এ?
নতুন Element :
একশ এর ও উপরে অনেক গুলো নতুন HTML Element যেমন, article, aside, audio, canvas, command, datalist, details, embed, figcaption, figure, footer,
নতুন Attribute :
অনেক গুলো নতুন Attribute Ping, async, custom attr. etc.
নতুন Events:
ondrag, ondragstart, ondragend, ondrop  নতুন API সহ আরো অনেক কিছু। HTML5 ও HTML নিয়ে টেকটুইটস এ ধারাবাহিক কিছু টুইট করার চেষ্টা করতেছি। এ পর্যন্ত ১০টি টুইট লেখা হয়েছে। যারা বাংলাতে HTML5 ও HTML শিখতে চান তাদের জন্য টেকটুইটস এ লিঙ্ক HTML শিখুন HTML5 সহ [পর্ব-1] Intro to HTML । এখানে ক্লিক করে গেলেই একে একে ধারাবাহিক ভাবে সব গুলো টুইট পেয়ে যাবেন।
আর যারা একটু ভালো ভাবে শিখতে চান তাদের জন্য HTML5 এর উপর একটি অসাধারন বই। নাম হচ্ছে Pro HTML5 Programming । বইটির কভার পেইজ নিছে দেওয়া হলঃ
Pro HTML5 Programming ওয়েব ডেবলপং শিখুন   প্রফেশনাল HTML5 এবার আপনার জন্য | Techtunes
Apress এর বই গুলো এমনিতেই ভালো হয়। তাই Pro HTML5 Programming বইটি ও খারাপ হবার কথা না। যারা HTML5 Programming কে ভালো ভাবে জানতে চান তাদের উপকারে আসবে আশা করি।

বইটি ডাউনলোড করতে ক্লিক করুন।

বইতে ব্যবহৃত কোড, প্রজেক্ট ও উদাহরন গুলোর ডাউনলোড লিঙ্ক। বই পড়ার সময় কাজে দিবে। সাইজ একটু বেশি বইয়ের তুলনায়। ৩৪.৫ মেগাবাইট মাত্র। যেখানে বইটি ৩ মেগাবাইট।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।

0 comments:

Post a Comment