Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

চেক করে নিন আপনার শখের LCD মনিটরের পিক্সেল ঠিক আছে কিনা!!

Sunday, May 22, 2011

আজকাল কম্পিউটার মানেই LCD বা LED মনিটর। বিশাল দেহ বিশিষ্ট CRT মনিটর কেউ কিনে না বললেই চলে। তো আপনি যে LCD মনিটর কিনছেন তা কি ঠিক আছে? ডেড পিক্সেল আছে কিনা নিশ্চিত হচ্ছেন কি করে?
বা কারও কাছ থেকে পুরাতন LCD মনিটর কিনার সময় মনিটর ঠিক আছে কিনা তা চেক করাটাই বুদ্ধিমানের কাজ হবে। কিভাবে চেক করবেন? সেটা জানানোর জন্যই আমার এই টিউন।
IsMyLcdOK The Paint Stress চেক করে নিন আপনার শখের LCD মনিটরের পিক্সেল ঠিক আছে কিনা!!  | Techtunes
IsMyLcdOK নামের অসাধারন সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার মনিটর ঠিক আছে কিনা। ছোট এই ফ্রী সফটওয়্যারের মাধ্যমে চেক করতে পারবেন ডেড পিক্সেল,স্টাক পিক্সেল বা ক্ষতিগ্রস্থ পিক্সেল আছে কিনা।
কেমন হতে পারে ডেড পিক্সেল? নমুনা দেখুন।
Fix a stuck pixel on an LCD monitor চেক করে নিন আপনার শখের LCD মনিটরের পিক্সেল ঠিক আছে কিনা!!  | Techtunes
Fix your LCDs dead pixels চেক করে নিন আপনার শখের LCD মনিটরের পিক্সেল ঠিক আছে কিনা!!  | Techtunes

যেভাবে চেক করবেনঃ

প্রথমে সফটওয়্যার রান করুন। নিচের মতো দেখতে পাবেন।
IsMyLcdOK1 চেক করে নিন আপনার শখের LCD মনিটরের পিক্সেল ঠিক আছে কিনা!!  | Techtunes
তারপর সিরিয়ালে 1,2,3 চেপে White test, Black test, Red test ইত্যদি পরীক্ষা করতে পারবেন। যদি চান অটোমেটিক সব টেস্ট হোক তাহলে F5 চেপে ENTER চাপুন। তাহলে একে একে সব টেস্ট দেখতে পারবেন।
ডেড পিক্সেল না থাকলেতো ভালই। থাকলে দেখতে পাবেন নিচের মতো।
IsMyLcdOK2 চেক করে নিন আপনার শখের LCD মনিটরের পিক্সেল ঠিক আছে কিনা!!  | Techtunes
এই সফটওয়্যার শুধু চেক করবে কিন্তু ঠিক করতে পারবে না। এখন কথা হলো ডেড পিক্সেল ঠিক করার উপায় কি? হ্যা উপায় আছে। তবে সেটা নিয়ে না হয় অন্য আরেক দিন বলবো।

ডাউনলোডঃ

IsMyLcdOK 1.31 (32 বিট)
IsMyLcdOK 1.31 (64 বিট)
সাইজ মাত্র ৯ কেবি। ইন্সটলের কোন প্রয়োজন নেই।
আশা করি আপনাদের কাজে লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

0 comments:

Post a Comment