হুম, ফটো এডিট করার বস হচ্ছে ফটোশপ, আরো কিছু জনপ্রিয় সফটওয়্যার অবশ্য আছে কিন্তু আমরা বেশিরভাগ বান্দাই ফটোশপ সহ সে সব সফটওয়্যারে কাঁচা, তাই ফটো এডিটিং এর জন্য কিছুদিন যাবৎ আমি একটি সফটওয়্যার ইউজ করছি, সেটিই আজ শেয়ার করবো আপনাদের সাথে। সফটওয়্যারটির নাম "Photo Cleaner Pro v3.4", এটি একদম ইউজার ফ্রেন্ডলি, এডিট করাও একদম সোজা। এটি মুলত মোবাইলে তোলা ছবির এডিটিং এর জন্য ভালো। এছাড়া এ্যালবাম ও বানাতে পারবেন, তো আর কথা না বাড়িয়ে বরাবরের মত সরাসরি চলে যাই বর্ননায়,
চলুন প্রথমেই দেখি, সফটওয়্যারটির সাহায্যে এডিট করা কিছু ছবি................

উজ্জলতা বৃদ্ধি।

ফটো ক্লিয়ারনেস।

নয়েজ রিডাকশন।

রিমুভিং ডার্কনেস।

কালার কারেকশন।
এছাড়া সাথে রেডআই রিভুভাল সহ টুকটাক এডিটিং তো তো আছেই .................

১. সফটওয়্যারটির মেইন মেনু এটি, File এ গিয়ে পছন্দমত ত্রুটিপুর্ন ছবি ওপেন করুন।

২. লেবেল গুলো পছন্দমত অ্যাডজাস্ট করুন, এবং "Enhance Picture" ক্লিক করুন।

৩. দেখবেন ত্রুটি অনেকটাই দূর হয়ে গিয়েছে।

৪. মোবাইলে তোলা আমার এই ছবিটিতে অনেক নয়েজ ছিলো, সন্ধার একটু আগে তোলা হয়েছিল ছবিটি।

৫. দেখুন এডিট করার পর..................................... হাল্কা পাতলা সাদামাটা ফ্রেম এবং ক্যাপশনও অ্যাড করতে পারবেন।
এক নজরে দেখা যাক এর সব ফিচার গুলো,
Features At a Glance
|
|

সময় নিয়ে এই টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
0 comments:
Post a Comment