Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

Traffic Exchange করে আপনার সাইটে ভিজিটর আনুন (Screenshot সহ)

Friday, May 27, 2011

ওয়েব সাইট তৈরি করে সাইটে ভিজিটর সংগ্রহ করা খুব একটা সহজসাধ্য কাজ নয় কেননা ভিজিটর আসবে সাইটের কন্টেন্ট এর ওপর ভিত্তি করে। সাইটের কন্টেন্ট ভাল হলে কিংবা প্রচুর পরিমান কন্টেন্ট থাকলে সাইটটি গুগলের কাছে বেশ গুরুত্ব পাবে, যার ফলে বাড়তে থাকবে ভিজিটর। এজন্য প্রয়োজন হয় Search Engine Optimization এর। যদি এমন হয় যে, রাতারাতি কিছু ভিজিটর দরকার তখন কিন্তু আপনি ভিন্ন একটি প্রক্রিয়া অবলম্বন করতে পারেন। যার নাম Traffic Exchange। এটা অনেকটা Give and Take এর মত ব্যাপার। এর মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট ভিজিটর পাবেন।  আসুন এবার দেখি যে কোন সাইট এ কিভাবে Traffic Exchange  করা যায়: 

Link এ যান

এবার  JOin Now এ click করুন।


 তারপর যে ঘরটি আসবে তা সঠিক মেইল ও তথ্য দিয়ে পূরন করুন। এবং নিচের  Join easy4u এ click করুন।



 আপনার মেইলে একটি মেইল যাবে যা open  করলে নিছের মত দেখবেন। এখানে verify link এ  click করুন।



 verify হলে নিচের মত দেখতে পাবেন।
এবার আপনার মেইল বা user name  দিয়ে  log in  করুন। তাহলে নিচের মত দেখতে পাবেন। এবং  page  এর নিচে লিংক এ ক্লিক করুন।

এবার বামে My Sites  এ click  করুন।
এবার আপনার Sites এর  link  ও শিরোনাম দিন। ্বং  submit button এ  click করুন।
তাহলে নিচের মত দেখতে পাবেন। এবং  comfirm এ  click  করুন।
এবার Start Surfing (1:1 20sec) click  করুন।
এবার যে page টি আসবে তার বামে কতগুলো letter বা ছবি দেখতে পাবেন। letter হলে go লেখা আসার পর তার ডান পাশের ঐ letter গুলোতে  click  করুন। আর ছবি হলে go লেখা আসার পর একই রকম ছবির যেকোন টিতে click  করুন।








ব্যাস আপনি এটি যত surf করবেন আপনার  ভিজিটর আপনার  site তত দেখবে।

0 comments:

Post a Comment