Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

অটোরান ভাইরাস কি করে রিমোভ করবেন (একটি বিরক্তি কর সমস্যার সমাধান)

Friday, June 17, 2011

অটোরান ভাইরাসের সাথে সবার-ই কম বেশি পরিচয় আছে । যাদের কম্পিউটারে এটা প্রবেশ করেছে তারা হয়তো জেনে গেছেন যে এটা কতটা বিরক্তি কর। যখন আপানার কম্পিউটারের ড্রাইভ খোলার চেস্টা করেন ড্রাইভ না খোলে মেসেজ দেই অথবা Open with দেখাই।11 অটোরান ভাইরাস কি করে রিমোভ করবেন (একটি বিরক্তি কর সমস্যার সমাধান)  | Techtunes 22 অটোরান ভাইরাস কি করে রিমোভ করবেন (একটি বিরক্তি কর সমস্যার সমাধান)  | Techtunes এই অটোরান ভাইরাস গুলো আসে সাধারনত এক্সটারনাল ডিভাইস যেমনঃ Pen Drive, External HDD ইত্যাদির মাধ্যমে যখন ফাইল অন্যের কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে ট্রান্সফার করেন তখন। আপনি একটু সচেতন হলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। যখন কারো কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে ট্রান্সফার করেন তাখন নিচের মত করে চেক করে নিন এতে কনো অটোরান ভাইরাস আছে কি না।

অটোরান ভাইরাস রিমোভ করতে যা করে করবেন
১-প্রথমে Start-এ ক্লিক করে Run-এ যান অথবা Windows+R ছাপ দিন।
1 অটোরান ভাইরাস কি করে রিমোভ করবেন (একটি বিরক্তি কর সমস্যার সমাধান)  | Techtunes
২- তার পর Run-এ CMD টাইপ করে Enter press করোন।
2 অটোরান ভাইরাস কি করে রিমোভ করবেন (একটি বিরক্তি কর সমস্যার সমাধান)  | Techtunes
৩-তার পর যে উইন্ডোটা খোলবে সেখানে টাইপ করোন del একটা স্পেস যে ড্রাইভ থেকে অটোরান ভাইরাস রিমোভ করতে চান সেই ড্রাইভ
3 অটোরান ভাইরাস কি করে রিমোভ করবেন (একটি বিরক্তি কর সমস্যার সমাধান)  | Techtunes
D:\autorun.*/f/s/q/a তার পর এন্টার। পুরোটা এক সাথে দেখেন
( del d:\autorun.*/f/s/q/a ) তার পর কম্পিউটার Restart করে নিন। দেখেন তো এই সমস্যাটা আর ছে কি না......?

0 comments:

Post a Comment