Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

হার্ডডিস্ক এর বেড সেক্টর রিপিয়ার করুন

Wednesday, June 22, 2011

আজকে একটা জটিল সোফট শেয়ার করলাম। এটা দিয়ে আপনে আপনার বেড সেক্টর পরে যাওয়া হার্ডডিস্ক রিপেয়ার করে নিতে পারবেন। এছারাও আপনে স্কেন করে দেখে নিতে পারবেন বেড সেক্ট আছে কিনা। মজার ব্যাপার হলো এটা ব্যাবহার করতে আপনাকে ডস মডে যেতে হবে না। ইউন্ডসে বসেই আপনে বেস সেক্ট রিমুভ করে ফিরিয়ে আনতে পারবেন হার্ডডিস্ক এর প্রান। নষ্ট হয়ে যাওয়া হার্ডডিস্ক টি এবার আর দোকানে নিয়ে গিয়ে টাকা খরচ না করে নিজেই ঠিক করুন।

টিউন কনফিগারেশন:-

|———————————|
| ইউসার লেভেল – বিগিনার লেভেল
| ডিফিকাল্টি – ১০%
| এখান থেকে ডাউনলোড করুন
|———————————|

দেখুন কিভাবে কাজ করতে হবে

১। সোফট টি ডাউনলোড করে রান করুন।
২। এবার নিচের ছবিতে দেখুন মার্ক করা আছে সেখানে ক্লিক করে আপনার হার্ডডিস্ক টি সিলেক্ট করে নিন তারপর “bad sector repair” এ ক্লিক করুন। কাজ শুরু হয়ে যাবে এটা শেষ হতে বেস টাইম নিবে।
0016 হার্ডডিস্ক এর বেড সেক্টর রিপিয়ার করুন

৩। এখন আর চিন্তা নাই আটোমেটিক রিপেয়ার হয়ে যাবে হার্ডডিস্ক এর বেড সেক্টর যদি থাকে। এবার নাকে তেল দিয়ে ঘুমান। হাহা।

এছারাও আপনারা পাবেন:-

নিচের জিনিস গুলো পুরা হার্ডডিস্ক স্কেন করতে পারবেন কনো প্রবলেম থাকলে রিপয়ার হয়ে যাবে, হার্ডডিস্ক টি কেমন আছে সেটাই জেনে নিতে পারেন। হার্ডডিস্ক এর স্পিড কেমন সেটাও জানুন, পুরা হার্ডডিস্ক এর ইনফরমেশন জেনে নিন।
0022 হার্ডডিস্ক এর বেড সেক্টর রিপিয়ার করুন

0 comments:

Post a Comment