Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

পড়ে নিন জুন মাসের কম্পিউটার বার্তা (Computer Barta June 2011) দাম মাত্র ৫০ টাকা

Friday, June 17, 2011

প্রথমেই কম্পিউটার বার্তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তারা হয়তো মনে করতে পারে যে আমি তাদের ম্যাগাজিনকে ক্ষতির সম্মুখিন করে দিচ্ছি কিন্তু না, আসলে আমি এখানে এটি দিচ্ছি শুধুমাত্র তাদের জন্য যাদের কাছে এর আলো পৌছেনি, যাদের পক্ষে এটি কেনা সম্ভব না বা যাদের এলাকায় এটি পাওয়া যায়না । তবে এর মধ্যে যে আ্যড গুলো আছে তাও ছড়িয়ে পড়বে আরও বিস্তিৃত আকারে এ জন্য অবশ্য আমি কম্পিউটার বার্তার কাছে কোন পয়সা চাচ্ছিনা।
এবার কাজের কথায় আসি, অনেকদিন থেকে ভাবছিলাম বাংলাদেশে যে কম্পিউটার নিয়ে ম্যাগাজিন বের হয় তা সবার কাছে ছড়িয়ে দিই। তবে সময় করে উঠতে পারছিলাম না। আর আমার নেট ‍স্পিড খুব স্লো , আপলোড হতে অনেক সময় নেয়। যাই হোক আর কথা বাড়াবো না, নিচের লিংক থেকে জুন মাষের কম্পিউটার বার্তা ডাউনলোড করে নিন। এটি PDF আকারে আছে এবং মাত্র 141.85MB. সমস্যা হলে জানাবেন।
IMGg পড়ে নিন জুন মাসের কম্পিউটার বার্তা (Computer Barta June 2011) দাম মাত্র ৫০ টাকা | Techtunes
ডাউনলোড করুন নিচের লিংক খেকে
Format: PDFSize: 141.85MB

0 comments:

Post a Comment