Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

ESET NOD32 Offline Update 6224

Wednesday, June 22, 2011

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম, সবাইকে আমার আজকের টিউনে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। ভাল থাকুন, সুস্থ থাকুন ও আপনার পাশের জনকে ভাল রাখুন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের একটি প্রিয় এন্টিভাইরাস নরটন এন্টিভাইরাসের অফলাইন আপডেট। এই অফলাইন আপডেটটির সর্বশেষ আপডেট ২০/০৬/২০১১ইং তারিখ পর্যন্ত। তাহলে এখনই ডাউনলোড করে আপডেট করে নিন আপনার এন্টিভাইরাসটি।

যেখানে সাপোর্ট করবে

কিভাবে আপডেট করবেন

  • ডাউনলোড করা ফাইলটি Extract করে নিন।
  • তাহলে আপনি “eset_upd” নামে একটি ফোল্ডার পাবেন।
  • এবার এটিকে সি ড্রাইভে নিয়ে রাখেন।
  • সিস্টেম ট্রেতে থাকা NOD32 এর আইকনটিতে ক্লিক করুন। তাহলে এর কন্ট্রোল প্যানেল খুলবে।
  • এবার “Update” >>> Setup এ ক্লিক করুন।
  • Server ড্রপডাউন লিষ্ট থেকে আপনার অফলাইন আপডেটটি দেখিয়ে দিন।
  • এবার Ok দিয়ে আপডেট উইন্ডোটি বন্ধ করুন।
  • আবার Update স্ক্রীণে আসুন, এবার Update now বাটনে ক্লিক করুন।

ডাউনলোড লিংক

সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ……

0 comments:

Post a Comment