Techtunes Tips
এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।
বর্তমান সময়ে খবরের কাগজ আমাদের সারা বিশ্বের খবর এনে দেয়। তাই এমন লোক পাওয়া মুশকিল যে সারা দিনে একবারের জন্যও খবরের কাগজটা নেড়ে চেড়ে দেখেনা ( অবশ্য যারা পড়তেই পারে না তাদের কথা আলাদা)। আমরা অনেকেই জানি না আমাদের দেশে বা বিদেশ থেকে মোট কয়টি বাংলা খবরের কাগজ বের হয় কিংবা তাদের নাম । যেমন দৈনিক দিনের শেষে, দৈনিক মাথাভাঙ্গা ইত্যাদি। আমাদের দেশে খবরের কাগজের মূল্য 3 খেতে ১০ টাকা। আপনার PC তে যদি net থাকে তবে আপনি কেন টাকা খরচ করে খবরের কাগজ কিনবেন? এখন এখানে গেলেই পাবেন বাংলাদেশ, ভারত, আমেরিকাসহ বিভিন্ন দেশ থেকে প্রকাশিত শতাধিক বাংলা ও English Online News Paper যা আপনাদের সকল খবরের প্রয়োজন মেটাতে সক্ষম হবে বলে আশা করছি। এখানে রয়েছে কিছু আঞ্চলিক Online News Paper যাতে বিভিন্ন অঞ্চলের মানুষের জীবন ধারা তুলে ধরা হয়েছে।
তো দেরী না পড়ে আসুন Online News Paper।
0 comments:
Post a Comment