ফ্রি SMS করুন kuripotxt থেকে
Thursday, June 30, 2011
বিনামূল্যে বিভিন্ন সাইট থেকে এসএমএস করা যায় আবার পরবর্তীতে এই সুবিধা সীমিত বা বন্ধও হয়ে যায়। সমপ্রতি এরকমই ফ্রি এসএমএস এর একটি ওয়েবসাইট চালু হয়েছে। এই সাইট থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়ায় যত খুশি এসএমএস করা যাবে। এজন্য kuriptxt সাইটে গিয়ে মোবাইল নম্বর বক্সে দেশের কোডসহ (যেমন, ৮৮০১৭১৩******) মোবাইল নম্বর লিখে নিজের ম্যাসেজ বক্সে ১৬০ ক্যারেক্টারের ম্যাসেজ লিখে Send বাটনে ক্লিক করলেই হবে। প্রাপকের মোবাইলে প্রেরক হিসাবে +৪৪৭৭৯৭৮০৬০২১ নম্বর দেখাবে। বাংলাদেশে গ্রামীনফোন, ওয়ারিদ এবং একটেল অপারেটর সমর্থন করে। বর্তমানে আনলিমিটেড এসএমএস করা যাবে। পরে কি হয় কে জানে।
Labels:
FRee SMS
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment