Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

গুগল প্লাস (গুগল+1)

Saturday, July 2, 2011

জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের সাইট ফেসবুকের নতুন প্রতিদ্বন্দ্বি হিসাবে আসলো সার্চ জায়ান্ট গুগল ইনকোর্পরেশনের গুগল প্লাস (গুগল+)। গুগলের আরেক সামাজিক সাইট অরকুট জনপ্রিয়তা না পেয়ে নতুন এই সামাজিক নেটওয়ার্কের সাইট নিয়ে আসলো। এখন দেখার বিষয় ফেসবুকের সাথে এটা কতটা পাল্লা দিয়ে চলতে পারে। তবে গুগল প্লাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা জিমেইল থেকে ব্যবহার করা যায়, ফলে নতুন করে লগইন করতে হবে না।
গুগল+ এর ঠিকানা হচ্ছে https://plus.google.com। অনেকটাই ফেসবুকের আদলে তৈরী এই গুগল প্লাস। এখানে ফেসবুকের মত সার্কেল তৈরী করা যাবে আর ছবি এবং ভিডিও আপলোড করা যাবে। এতে রয়েছে ফটো ট্যাব, ভিডিও ট্যাব, +১ ট্যাব, বাজ ট্যাব। যাদের গুগল প্লাস অ্যাকাউন্ট নেই তারাও অন্যের গুগল প্লাস প্রোফাইল দেখতে যেমনটি হয় না ফেসবুকে। আর এসবই গুগল সার্চে দেখাবে কিনা তা নির্ধারণ করা যাবে প্রোফাইলে।

0 comments:

Post a Comment