Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

Adobe Presenter 7 – প্রেজেন্টসনে দিন নতুন চমক

Tuesday, July 5, 2011

Adobe Presenter হচ্ছে Presentation তৈরি করার জন্য Adobe এর একটি অসাধারন সফট। যা মূলত মাইক্রোসফট অফিশ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সাথে একটি প্লাগইন্স এর মত কাজ করে।  Adobe Presenter ইন্সটল থাকলে  মাইক্রোসফট অফিশ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আপনি Adobe Presenter নামে নতুন আরেকটা মেনু পাবেন যা দেখতে নিচের মতঃ
Adobe Presenter Adobe Presenter 7   প্রেজেন্টসনে দিন নতুন চমক | Techtunes
এখানে আপনি অনেক গুলো অপশন পাবেন যা দিয়ে আপনার প্রেজেন্টেশনকে আকর্শনীয় করে তৈরি করতে পারবেন। যেমন অডিও, ভিডিও যোগ করা। এগুলোকে এডিট করা সহ অনেক গুলো অফশন।
সবচেয়ে বড় যে সুবিদা তাহচ্ছে Flash ফাইলে রুপান্তরিত করা। অর্থাৎ আপনার প্রেজেন্টেশনকে Flash ফাইলে রুপান্তরিত করে যেকোন ওয়েবসাইটে প্রকাশ করতে পারবেন যা আপনার ব্যাক্তিগত ব্লগ/সাইট বা পাবলিক ব্লগ/সাইট যাই হোক না কেন।
Adobe Presenter 7 Adobe Presenter 7   প্রেজেন্টসনে দিন নতুন চমক | Techtunes
যারা টিউটোরিয়াল লিখে থাকেন তারা সহজেই কিছু স্লাইড তৈরি করে সাথে অডিও যুক্ত করে এবার ফ্লাসে রুপান্তরিত করে সবার সাথে আরো সহজেই এবং আকর্শনীয় রুপে টিউটোরিয়াল গুলো শেয়ার করতে পারেন। যা ভিডিও টিউটোরিয়াল থেকেও সহজ এবং বহন যোগ্য হবে এবং পরবর্তীতে আবার ইচ্ছে মত এডিট যোগ্যা।
আর যারা ফ্লাসের কাজ শিখতে চান কিন্তু কঠিন মনে করে শিখতে পারেন না তারা সহজেই এখানে স্লাইডে প্রয়জনীয় তথ্য দিয়ে তার পর ফ্লাস ফাইলে রুপান্তর করে নিতে পারবেন।
চিন্তা করছেন কাজ করা কঠিন? নাহ! মোটেও না। আপনি যদি মাইক্রোসফট অফিশ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কাজ করে থাকনে তাহলেই পারবেন।
ব্যাবহার করে দেখতে চাইলে এডোবি সাইট থেকে ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিন। এখানে গেলে ওয়েব ইন্সটলার পাবেন।
আর ইচ্ছে করলে মিডিয়াফায়ার থেকে ফুল Adobe Presenter 7 ডাউনলোড করে নিতে পারেন।
ফুল ভার্সন করার জন্য এখান থেকে সিরিয়াল কী ডাউনলোড করে ফুল করে নিন। কিভাবে কি করতে হবে তা ইন্সট্রাকশন ফাইলে বলে দেওয়া আছে।
আপনারা যদি দেখতে চান কেমন না কেমন হবে এই Adobe Presenter দিয়ে প্রেজেন্টেশন তৈরি করলে তাদের জন্য হচ্ছে গুগল ওয়েব মাস্টার টিউটোরিয়ালের এই লিঙ্কটা। এখানে দেখতে পাবেন কত সুন্দর ভাবে প্রেজেন্টেশন তৈরি করা যায় Adobe Presenter দিয়ে। আর যারা ওয়েব ডেভলপিং করেন বা করতে চান তারা ও কিছু গূরুত্ত পূর্ন বিষয় সম্পর্কে জেনে আসতে পারবেন এখানে গেলে যা Adobe Presenter দিয়ে তৈরি করা।
কিভাবে কি করবেন তার জন্য ডাউনলোড করে ইন্সটল করার সময় Adobe Presenter 7 User Guide নামক একটি পিডিএফ পাবেন। সাথে পাবেন Adobe Presenter Sample নামক আরেকটি ফাইল। যেখানে একটি সিম্পল প্রেজেন্টেশন করে দেখানো আছে।

0 comments:

Post a Comment