Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

একটি জিমেইল একাউন্ট থেকে সমস্ত একাউন্টের মেইল চেক করুন

Tuesday, July 5, 2011

শুরু করি তাহলে
১। যখন আপনি জিমেইলে লগইন করেন তখন হাতের ডান পাশে একদম উপরে আপনার একাউন্ট এর কিছু ইনফর্মেশন দেখে থাকেন। সাথে আপনার নাম লিখা থাকে যেই একাউন্ট দিয়ে লগইন করেছেন। নামের উপরে ক্লিক করলে একটি ছোট মেনু আসবে সেখান থেকে “Account Settings” এ ক্লিক করুন। তারপরে নিচের ছবির মত।
২। এখন নিচের ছবির মত Edit এ ক্লিক করুন।
SNAGHTML715369 thumb একটি জিমেইল একাউন্ট থেকে সমস্ত একাউন্টের মেইল চেক করুন

৩। On – Use Multiple Google Accounts in the same browser এ ক্লিক করে নিচের ছবির মত টিক মার্ক করে দিন আমি যেখানে যেখানে দিয়েছি এবং একদম নিচের অপশন টাও টিক মার্ক করুন। তারপরে Save এ ক্লিক করুন।
image thumb63 একটি জিমেইল একাউন্ট থেকে সমস্ত একাউন্টের মেইল চেক করুন

৪। এখন নিচের ছবির মতন তারা জানাবে যে আপনি সফল হয়েছেন এখন Back এ ক্লিক করে Accounts settings পেজে ফিরে যান।
image thumb64 একটি জিমেইল একাউন্ট থেকে সমস্ত একাউন্টের মেইল চেক করুন

৫। হাতের ডান পাশে একদম উপরে আপনার একাউন্ট এর কিছু ইনফর্মেশন দেখে থাকেন। সাথে আপনার নাম লিখা থাকে যেই একাউন্ট দিয়ে লগইন করেছেন। নামের উপরে ক্লিক করলে একটি ছোট মেনু আসবে সেখান থেকে Sign in to another account আরেকটা নতুন একাউন্ট যুক্ত করার জন্য।
image thumb65 একটি জিমেইল একাউন্ট থেকে সমস্ত একাউন্টের মেইল চেক করুন

৬। এখন আপনি ইচ্ছে মতন আপনার আরেকটি একাউন্ট লগইন করে নিতে পারেন পাসওয়ার্ড ও ইউসার নেম দিয়ে।
image thumb66 একটি জিমেইল একাউন্ট থেকে সমস্ত একাউন্টের মেইল চেক করুন

৭। এখন লক্ষ করুন আগের জায়গায় ক্লিক করলে নতুন যে মেইল টা যুক্ত করেছেন সেটা দেখাচ্ছে। আপনি যদি সেই মেইল চেক করতে চান তাহলে ক্লিক করুন। এভাবে অনেক গুলো একাউন্ট এক সাথে রাখতে পারবেন এবং যেই যেই মেইল চেক করতে চান সেটায় ক্লিক করলেই হয়ে যাবে।
SNAGHTML7639bf thumb একটি জিমেইল একাউন্ট থেকে সমস্ত একাউন্টের মেইল চেক করুন

If you’d like to add another Google account, simply click the Sign in to another account link again to add it.
এই সিস্টেম টা বন্ধ করতে চাইলে

১। আগের মতই Account Settings এ গিয়ে Edit এ ক্লিক করে ঢুকুন।
image thumb67 একটি জিমেইল একাউন্ট থেকে সমস্ত একাউন্টের মেইল চেক করুন

২। Off লিখা বাঁটন এ ক্লিক করে Save দিলেই বন্ধ হয়ে যাবে।
image thumb68 একটি জিমেইল একাউন্ট থেকে সমস্ত একাউন্টের মেইল চেক করুন 
লিখেছেন পুদিনা পাতা

0 comments:

Post a Comment