১।সাধারণত ভাইরাসের আক্রমণের কারণে এমনটি হয়।তাই এন্টিভাইরাস যদি না থেকে থাকে,
তাহলে ইন্সটল করে পিসি স্ক্যান করে নিন।তাতেও কাজ না হলে উইন্ডোজ ইন্সটল ছাড়া গতি নেই।
২। ram এর সমস্যা বা ভিন্ন ভিন্ন বাসস্পিডের ram থাকলে এমনটি হতে পারে।একই বাস স্পীডের ram সবসময় ব্যবহার করার চেষ্টা করুন।
৩।মাঝে মাঝে কোনো সফটওয়্যার ইন্সটলেশনের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে।
কাজেই মনে করুন এ সমস্যা করার আগে কোন কাজটি করেছিলেন।মনে থাকলে সেটি রিমুভ করে
ফেলুন।
৪। পিসিতে নতুন সংযুক্ত কোনো হার্ডওয়্যার কনফ্লিক্টের কারণেও এটি হতে পারে।
এমতাবস্থায় হার্ডওয়্যারটি খুলে ড্রাইভার আনইন্সটল করুন।
৫।সিপিইউর যন্ত্রাংশে ধুলাবালি জমেও এমনি হতে পারে।তাই নিয়মিত কম্পিউটার পরিষ্কার রাখুন।
৬।ইন্টারনেট অপরিচিত মেইল,এটাচমেন্ট ,ম্যাসেজ ওপেন করা থেকে বিরত থাকুন।কারণ এভাবেই ভাইরাস বেশি ছড়ায়।
0 comments:
Post a Comment