Techtunes Tips

এখানে আপনি পাবেন কম্পিউটারের সকল সমস্যার সমাধান। ফ্রি সফটওয়ার, keygen আরো অনেক কিছু।

RAR, ZIP ডাউনলোড করার পর বের হচ্ছে না? এবার সমাধান নিন…

Sunday, July 31, 2011

আজ আমি আপনাদের অনেক বড় নয় ছোট্ট একটা টিপস শেয়ার করবো যে টিপস আপনাদের অনেক বড় কাজে দেবে। অনেকেই আছেন যারা ইন্টারনেটে বসে শুধু ডাউনলোড আর ডাউনলোড করা নিয়ে ব্যস্ত রাত দিন আর দিন রাত মোবাইল অপারেটর বা WiMAX হোক না কেন শুধু ডাউনলোড আর ডাউনলোড। আর সবসময় ডাউনলোড এর সকল ফাইল .rar, zip, tar ও অন্যান্য ভাবে আর্কাইভ করা থাকে ।আর আর্কাইভ ফাইলগুলো ডাউনলোড করা শেষ হলে অনেক ফাইল এক্সট্রাক্ট বা বের হয়না তখন সকলের মেজাজ…?? সারাদিন ডাউনলোড করার পর যদি আপনার সেই ফাইলটি ওপেন না হয় তাহলে আপনাকে আবার ডাউনলোড করতে হবে? জি না আপনার সেই সমাধান আমি দিয়ে দিচ্ছি যা নষ্ট আর্কাইভ ফাইলগুলোকে সহজেই এক্সট্রাক্ট করতে পাবেন। বক বক না করে চলুন কিভাবে করবেন দেখেন নেই।

সমস্যার ধরন

আমি কি ধরনের সমস্যা নিয়ে আলোচনা করছি তা নিচের ছবি দেখলেই বুঝতে পারবেন।
014 RAR, ZIP ডাউনলোড করার পর বের হচ্ছে না? এবার সমাধান নিন...

নষ্ট আর্কাইভ ফাইল কে যেভাবে এক্সট্রাক্ট করবেনঃ

যে ফাইলটি আর্কাইভ থেকে এক্সট্রাক্ট করবেন সেই আর্কাইভ ফাইলটির উপরে রাইট বাটনে ক্লিক করে Extract Files.. বাটনে ক্লিক করুন।
024 RAR, ZIP ডাউনলোড করার পর বের হচ্ছে না? এবার সমাধান নিন...
এবার নিচের ছবির মত ওপেন হবে সেখানে দেখানো সেখানে কোন যায়গাই ফাইলগুলো সংরক্ষণ করবেন সেই ফোল্ডার নির্বাচন করুন। এবার নিচের দিকে Keep broken files এ টিক দিন এবং ওকে (OK) বাটনে ক্লিক করুন।
032 RAR, ZIP ডাউনলোড করার পর বের হচ্ছে না? এবার সমাধান নিন...
নো চিন্তা এবার আপনার ফাইল গুলো সফলভাবে আর্কাইভ থেকে বের হয়ে যাবে। মাঝে মাঝে দুই একটা এরর আসতে পারে চুপ চাপ অপেক্ষা করুন দেখুন সফলভাবে ফাইল গুলো বের হয়ে আসবে।

0 comments:

Post a Comment